নিবার্চনী তফসীল ঘোষনার দাবীতে নিজপাট ইউনিয়নবাসির সমাবেশ

0
474
নিবার্চনী তফসীল ঘোষনার দাবীতে নিজপাট ইউনিয়নবাসির সমাবেশ

রেজওয়ান করিম সাব্বির,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:  জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নে নির্বাচন বন্ধ রাখার প্রতিবাদ জানিয়ে স্থানীয় সচেতন মহল সহ ইউনিয়ন বাসির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

রোববার (১৪ নভেম্বর ২০২১) বিকেল ৩টায় জৈন্তাপুর বটতলায়র নিজপাট ইউনিয়নে নির্বাচন বন্ধ রাখার প্রতিবাদ জানিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজসেবী হাসিনুল হক হুসনু সভাপতিত্বে আব্দুল মান্নান এর পরিচালনা প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, চলমান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা সদরের নিজপাট ইউপি’তে সময় মত নির্বাচনী তফসীল ঘোষনা করতে নির্বাচন কমিশন তথা প্রশাসনের প্রতি জোর দাবী জানান। 

মামলার অজুহাত দেখিয়ে সময় মত অনুষ্ঠিতব্য নির্বাচন কৌশলে বানচাল করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন বন্ধ রাখার বিষয়ে আদালতের কোন আদেশ বা নির্দেশ সংক্রান্ত সঠিক তথ্য নেই। কি কারনে নিবার্চন বন্ধ রাখা হয়েছে নিজপাট ইউনিয়নের সর্বসবতরের জনগন স্থানীয় উপজেলা প্রশাসন তথা উপজেলা নির্বাচনী কর্মকর্তার কাছে জানতে চান। 

সভায় প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ। বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইন্তাজ আলী, আব্দুল মতিন শাহীন, হানিফ আহমদ, আব্দুল মালিক পাখি, আব্দুস শুকুর, এম জেড এ জাহাঙ্গীর, আব্দুল মান্নান, মাওলানা আলীম উদ্দিন। সভায় আরও বক্তব্য রাখেন বাবুল মিয়া, নুর আহমদ, মম আলম কয়েছ, হাজী মাহমুদ আলী, আব্দুর রব, আব্দুর রহিম, সুভাস দাস বাবলু, মাসুদ আহমদ, সাব্বীর আহমদ, সুফিয়ান আহমদ ও  পাপলু দে প্রমুখ।