নিবন্ধনের শর্ত ভেঙে যুব সংগঠন পরিচালনা করলে জরিমানা

    0
    232

    আমারসিলেট24ডটকম,২১জানুয়ারীঃনিবন্ধন ছাড়া ও নিবন্ধনের শর্ত ভেঙে যুব সংগঠন পরিচালনা করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদ- ও ৫০ হাজার টাকার জরিমানা বা উভয় দন্দেরর বিধান রেখে একটি আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
    সচিবালয়ে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘যুব সংগঠন (নিবন্ধন এবং পরিচালনা) আইন, ২০১৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
    বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
    গত বছরের ২০ জানুয়ারি আইনের খসড়াটির নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা।
    মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘নতুন এ আইনের অধীনে যুব সংগঠনগুলোকে নিবন্ধন দেবে যুব উন্নয়ন অধিদপ্তর। বর্তমানে নিবন্ধন দিচ্ছে সমাজসেবা অধিদপ্তর।’
    তিনি বলেন, ‘তবে নতুন আইন কার্যকর হওয়ার ছয় মাসের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত যুব সংগঠনকে যুব উন্নয়ন অধিদপ্তরের কাছ থেকে স্বীকৃতিপত্র নিতে হবে।’
    দেশে ১৪ হাজারের বেশি যুব সংগঠন রয়েছে জানিয়ে মোশাররাফ হোসাইন বলেন, ‘এ আইনে নিবন্ধনের জন্য আবেদনের নিয়ম, শর্ত পালন, শর্ত ভঙের শাস্তি ইত্যাদি বিষয় থাকছে।’
    ‘গুরুতর অনিয়মের কারণে যুব সংগঠনের বিলুপ্তির বিধান রাখা হয়েছে খসড়া আইনে। স্বেচ্ছা বিলুপ্তির নিয়মও থাকছে, তবে এ বিষয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের অনুমোদন নিতে হবে।’
    সরকার ইচ্ছা করলে এ আইন কার্যকর করতে বিধি করতে পারবে জানিয়ে মোশররাফ হোসাইন বলেন, ‘সংঠনগুলোর কাজের সমন্বয়ের জন্য একটি জাতীয় যুব কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে আইনে।’
    চীনের সঙ্গে যৌথ কোম্পানি গঠন প্রস্তাব অনুমোদন : মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (নওপাজেকো) লিমিটেড বাংলাদেশ এবং চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি), চায়নার যৌথ উদ্যোগে গঠিত ‘বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড (বিসিপিসিএল)’ গঠনের ভূতাপেক্ষ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।’
    তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী চীনে গেলে গত ৯ জুন এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।’
    মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ যৌথ কোম্পানি ইতোমধ্যে পটুয়াখালীতে এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে।’সূত্রঃ যায়যায়দিন।