নারী জনপ্রতিনিধিদের অগ্রগতি ব্যতিত দেশের উন্নয়ন সম্ভব নয়

    0
    237

    আমারসিলেট 24ডটকম,১০ সেপ্টেম্বর  : সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাসান মাহমুদ বলেছেন, নারী জনপ্রতিনিধিদের অগ্রগতি ব্যতিত দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের সার্বিক উন্নতি করতে হলে নারীদের অধিকার নিশ্চিত করতে হবে। সু-শ্বাসন প্রতিষ্ঠায় নারী জনপ্রতিনিধিদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। দেশকে এগিয়ে নিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। গত রোববার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক নারী জনপ্রতিনিধিদের নিয়ে এক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

    সিলেট জেলা নারী উন্নয়ন ফোরামের নব-নির্বাচিত সভানেত্রী ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমার সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ষ্ট্যানো ফাইজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।

    সংলাপ অনুষ্ঠানে নারী জনপ্রতিনিধিদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সহ-সভাপতি সবুতারা বেগম, সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম, কোষাধ্যক্ষ মনোয়ারা বেগম, ইউপি সদস্যা রাবেয়া বেগম, হুসনেয়ারা বেগম, আফিয়া বেগম, কল্পনা বেগম, মিনারা বেগম, জোসনা বেগম, ফাতেমা বেগম, নিলুফা ইয়াসমিন, আসমা বেগম, দোলবি বেগম, ফিরোজা খাতুন, জাহানারা বেগম, সমরুন বেগম, সুফিয়া বেগম প্রমুখ। সংলাপ অনুষ্ঠানে নারী জনপ্রতিনিধিদের বিভিন্ন সমস্যা সমাধানকল্পে সরকারের কাছে প্রশাসনের পক্ষ থেকে যথাযথভাবে উপস্থাপন করা হবে বলে প্রধান অতিথি তার বক্তব্যে আশ্বাস প্রদান করেন।

    সিলেট জেলা ষ্ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের অফিস উদ্ভোধন

    আমারসিলেট 24ডটকম,১০ সেপ্টেম্বর  :  গত শুক্রবার কোম্পানীগঞ্জের টুকের বাজারে সিলেট জেলা ষ্ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের অফিস উদ্ভোধন করা হয়েছে। অফিস উদ্ভোধন উপলক্ষ্যে ঐদিন বিকেলে টুকের গাঁওয়ে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি হাজী উমর আলীর সমাপতিত্বে ও হুমায়ূন কবিরের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি শ্রমিক নেতা হারুনুর রশিদ ভূইয়া, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসেন, ইউপি চেয়ারম্যান সামসু মিয়া চৌধুরী, কৃষিবিদ ওয়ারেসুল হাসান ছিদ্দিকী, সাবেক চেয়ারম্যান আব্দুল বাছির, বিশিষ্ট মুরব্বী আব্দুল মালেক আমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুন নূর, সাংবাদিক আবুল হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক লাল মিয়া, উপজেলা বিএনপি নেতা কাইয়ূম মাষ্টার, মনির হোসেন, শ্রমিক নেতা মানিক লাল ধর, ষ্ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক সভাপতি মুসলেম মৃধা, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কোষাধ্যক্ষ কামাল হোসেন, আব্দুল বাছির প্রমুখ। সমাবেশ শেষে মিলাদ মাহ্ফিলের মাধ্যমে সিলেট জেলা ষ্ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের অফিস উদ্ভোধন করা হয়।