নর্থ ইস্ট ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের ইফতার সম্পন্ন

    0
    243

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২১জুনঃ   রমযান মাসে রোযা পালনের মধ্যদিয়ে মানুষ সম্প্রিতির চর্চা করে। রমযান আমাদের ভেদাভেদ ভুলার শিক্ষা দান করে। সুতরাং ত্বাকওয়া অর্জনের জন্য রোযার গুরুত্ব ব্যাপক। প্রতি বছর নর্থ ইস্ট ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী বৃন্দের আয়োজনে এই ইফতার মাহফিল আয়োজিত হয়। যার ধারাবাহিতায় এবারও এই ইফতার মাহফিল আয়োজিত হয়েছে। ধর্ম বর্ণ নির্বশেষে সকলের উপস্থিতি আশান্নিত করে।
    নর্থ ইস্ট ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের ইফতার মাহফিলে উপস্থিত হয়ে অতিথিরা এসব কথা বলেন।
    মঙ্গলবার মিরবক্সটুলাস্থ মরিয়ম’স কিচেনে নর্থ ইস্ট ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির ব্যবসা অনুষদের ডীন প্র.ড. তুফায়েল আহমদ, নর্থ ইস্ট ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের প্রধান আবুল হাসানাত ইবনে আবেদিন, ইংরেজি বিভাগের প্রধান শামসুল কবির, সোসিয়লজি বিভাগের প্রধান তানভির আহমদ চৌধুরী,ইউনিভার্সিটির প্রক্টর রথীন্দ্র চন্দ্র গোপ, আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক জাকির হোসেন প্রমূখ।