নরেন্দ্র মোদি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর শপথ নিলেন

    0
    235

    ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী বিজেপি নেতা নরেন্দ্র মোদি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজ (বৃহস্পতিবার) স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের রাইসিনা হিলে শপথ নেন মোদি। শপথবাক্য পাঠ করান ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ।

    মোদি শপথ নেয়ার পর একে একে শপথ নিতে থাকেন তাঁর মন্ত্রিসভার ২৩ জন পূর্ণমন্ত্রী। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন ৯ জন। প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন ২৪ জন সাংসদ।

    ২৩ জন পূর্ণমন্ত্রীর মধ্যে নতুন মুখ ৭ জনই নতুন মুখ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বিজেপি সভাপতি অমিত শাহ। চমক বলতে প্রাক্তন বিদেশ সচিব এস জয়শঙ্কর। অরুণ জেটলি, সুষমা স্বরাজকে শারীরিক অসুস্থতার জন্য রাখা হয়নি মন্ত্রিসভায়। তবে বাদ পড়েছেন সুরেশ প্রভু, জে পি নাড্ডা, উমা ভারতী, মেনকা গান্ধী, অনন্ত গীতের মতো মন্ত্রীরা।

    আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গড়করি, সদানন্দ গৌড়া, নির্মলা সীতারমন, নরেন্দ্র সিং তোমার, এনডিএ শরিক দল লোক জনশক্তি পার্টির নেতা রামবিলাস পাসোয়ান, রবিশংকর প্রসাদ, থাওয়ার চন্দ্র গেহলেট, এনডিএ শরিক শিরোমনি আকালি দলের নেত্রী শ্রীমতি হরসিমরত কাউর বাদল, সুব্রহ্মণম জয়শংকর, রমেশ পোখরিয়াল নিশান্ত, অর্জুন মুন্ডা, স্মৃতি ইরানি, হর্ষবর্ধন, প্রকাশ জাভড়েকর, পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, মুখতার আব্বাস নাকভি, প্রহ্লাদ জোশী, মহেন্দ্রনাথ পান্ডে, অরবিন্দ গণপত সাওয়ান্ত, গিরিরাজ সিং, গজেন্দ্র সিং শেখওয়াত।

    স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন সন্তোষকুমার গাঙ্গোয়ার, ইন্দ্রজিত  সিং, শ্রীপদ নায়েক, জিতেন্দ্র সিং, কিরেন রিজেজু, প্রহ্লাদ সিং পটেল, রাজকুমার সিং, হরদীপ সিং পিরী, মনসুখলাল মান্ডবিয়ার।

    এ ছাড়া, প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ফগন সং পুলস্তের, অশ্বিনী কুমার চৌবে, অর্জুনরাম মেঘওয়াল, ভিকে সিংহ, কৃষ্ণপাল গুর্জর, মহারাষ্ট্র বিজেপির সভাপতি রাওসাহেব দাদারাও পটিল দানবে, জি কিষাণ রেড্ডি, গ্যাজরাট পতিদার আন্দোলনের নেতা পুরুষোত্তম রূপালা, রামদাস আঠাওয়ালে, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, সঞ্জীব কুমার বালিয়ান, সঞ্জয় ধোত্রে, অনুরাগ সিং ঠকুর, কর্নাটক থেকে নতুন মুখ সুরেশচন্দ্র বসাপ্পার, বিহার থেকে নতুন মুখ নিত্যানন্দ রায়, রতনলাল কাটারিয়া, বি মুরলিধরন, রেনুকা সিং সারুটা, সোমপ্রকাশ, রামেশ্বর তেলি, প্রতাপচন্দ্র সারেঙ্গি, কৈলাস চৌধুরী এবং পশ্চিমবঙ্গ থেকে শপথ নেন বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী।

    শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন বিমস্টেক দেশের প্রতিনিধিরা। এ ছাড়া বিদেশি অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ, কিরগিজস্তানের প্রেসিডেন্ট সোরোনবে জিনবেকভ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রভিন্দ জুগনউথ, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

    মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অভিনেতা রজনীকান্ত। বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদভানি, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ আরো অনেকে।

    বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, শিল্পপতি ও বিশিষ্টজন মিলিয়ে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হন আট হাজার অতিথি।পার্সটুডে