নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় সহোদরা ৩বোনসহ নিহত-৪,আহত-১

    0
    416

    নিজস্ব প্রতিনিধিঃ  নরসিংদীর বেলাবোতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের তিন বোনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক জন।

    আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী ও ভৈরবের সীমান্তবর্তী এলাকা দরিয়াকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খাইরুন্নাহার (৩০) কামনা (২৭) তৃষা (১৮) পিতার নাম আসাদুজ্জামান, চরসিন্দুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড গ্রাম ছলনা, থানা পলাশ, নরসিংদী জেলার বাসিন্দা। নিহতদের আত্মীয় আবুল হাসনাত বাবুল জানান,নিহতরা একই পরিবারের তিন বোন,একজন চাকরী করতেন বাকী দুই বোন লেখা পড়া করতেন,কারো বিবাহ হয়নি। তারা বেড়াতে গিয়েছিলো।

    বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শুক্রবার বিকেলে ভৈরব থেকে যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চারজন মারা যান।

    ওসি আরও জানান, এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। তাকে উদ্ধার করে ভৈরব হাসপাতালে ভর্তি করা হয়েছে।