নবীগঞ্জ দিনারপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    0
    220

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৪মার্চ,সানিউর রহমান তালুকদারঃ  নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের ২০১৬ সালের এইচ.এ.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ এক আসনের সাংসদ
    এম.এ মুনিম চৌধুরী বাবু এম.পি বলেন শিক্ষা ছাড়া কোন জাতি প্রতিষ্ঠিত হতে পারে না। আজকে যারা শিক্ষার্থী অদুর ভবিষ্যতে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ডিজিটাল ও উন্নত দেশ গড়তে অবদান রাখবে।

    গতকাল দুপুরে কলেজ প্রাঙ্গনে অনুষ্টিত এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্টানে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। কলেজ পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ আব্দুল হাই চৌধুরীর সভাপতিত্ত্বে ও ইংরেজী প্রভাষক এম.এ.মোশাররফ মিটুর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, কলেজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পাটির সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, দাতা সদস্য আব্দুল মুহিত চৌধুরী,নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর এটি এম সালাম, উদ্যোক্তা সদস্য ইলিয়াছ মিয়া।

    অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ তনুজ রায়। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্যে রাখে আছমা জান্নাত মনি, মৌ পাল, বুরহান গাজী, রিমা চন্দ্র।

    এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আজমান আলী, শেখ মাসুদুর রহমান মাসুদ, সাংবাদিক এম.এ মুহিত, উদ্যোক্তা সদস্য লুৎফুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি এম.এ মুনিম চৌধুরী বাবু এম.পি ও বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী কলেজে বিভিন্ন অনুদান প্রদানের ঘোষনা দেন।

    এসময় পরীক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা সদস্য লুৎফুর রহমান এর সৌজন্যে কলম বিতরণ করা হয়।

    __