নবীগঞ্জে ১৪ মামলার আসামী ডাকাত সর্দার আরশ আটক

    0
    301

    নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে ডাকাতিসহ ১৪ মামলার পলাতক আসামী কুখ্যাত ডাকাত সর্দার আরশ আলী(৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার দেবপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত ডাকাত আরশ আলী উপজেলার কামিরাই গ্রামের মৃত মোজাফফর উল্যার পুত্র।

    পুলিশ সূত্রে জানা যায়, আরশ আরশ আলী একজন দুর্ধর্ষ ডাকাত সরদার। সে অনেক ভয়ংকর ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারী। সে সিলেট বিভাগের সবকটি জেলা-উপজেলা ছাড়াও বি.বাড়িয়া-কুমিল্লা অঞ্চলে ডাকাতি কর্মকাণ্ড করে।

    তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় ৪ টি, মৌলভীবাজার সদর থানায় ৪ টি, হবিগঞ্জ সদর থানায় ২ টি, বাহুবল থানাসহ বিভিন্ন থানায় মোট ১৪ মামলা রয়েছে। এরমধ্যে প্রায় সবকটি ডাকাতি মামলা। ৫ টি মামলায় সে ওয়ারেন্টভূক্ত আসামী হিসেবে আত্মগোপনে ছিল। সর্বশেষ গত ২৩-০২-২০২০ ইং তারিখে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি উমরপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে গ্রীলের তালা ও দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করে।

    তাদেরকে অস্ত্রের মূখে জিম্মি করে খুনের ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণ, মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ওই ডাকাত দল। পুলিশ জানায়, এ ঘটনার মূল পরিকল্পাকারী ছিল ধৃত ডাকাত সর্দার আরশ আলী। এর আগে গ্রেফতারকৃত তার সঙ্গীয় ডাকাত নজির মিয়াও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে উমরপুরের ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে আরশ আলীর নাম প্রকাশ করে। দীর্ঘদিন ধরে আরশ আলী আত্মগোপনে থেকে ডাকাতির পরিকল্পনা করতে থাকে।

    গত বুধবার গভীর রাতে সে দেবপাড়া এলাকায় অবস্থান করে। গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমানের নির্দেশে ওসি (অপারেশন) আমিনুল ইসলামের নের্তৃতে একদল পুলিশ অভিযান চালিয়ে ডাকাত সর্দার আরশ আলীকে আটক করেন।