নবীগঞ্জে শিক্ষিকাকে শ্লীলতাহানি অভিযোগে ২বছরের কারাদন্ড

    0
    342

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৯জুলাই,মতিউর রহমান মুন্না,নবীগঞ্জ থেকে:হবিগঞ্জের নবীগঞ্জে আনন্দ স্কুলের এক শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগে সাফি মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।  গতকাল শনিববার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জীতেন্দ্র কুমার নাথ এই দন্ডাদেশ দেন। দন্ডাদেশপ্রাপ্ত সাফি মিয়া উপজেলার সদর ইউনিয়নের কানাইপুর গ্রামের মৃত হেসমত উল্লার ছেলে।

    সূত্রে জানা যায়, উপজেলার আদিত্যপুর গ্রামের ২২ বছর বয়সী এক যুবতী দীর্ঘদিন ধরে কানাইপুর গ্রামে আনন্দ স্কুলের শিক্ষিকা হিসেবে দায়ীত্ব পালন করে আসছেন। গত কয়েকদিন ধরে সাফি মিয়া তার পিছু নেয়। স্কুলে আসা যাওয়ার সময় প্রায়ই শ্লীলতাহানি করে অভিযোগ তুলেন ওই শিক্ষিকা। প্রতিদিনের ন্যায় গতকাল শনিবার সকালে শিক্ষিকা স্কুলে আসা মাত্রই সাফি মিয়া স্কুলের সামনে এসে তাকে অশালিন ভাষায় গালিগালাজ ও শ্লীলতাহানি করে বলে নবীগঞ্জ থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ দেন ওই শিক্ষিকা।

    অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষনিকভাবে নবীগঞ্জ থানার এস আই মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সাফি মিয়াকে অানন্দ স্কুলের সম্মুখ থেকে আটক করেন। এসময় স্থানীয় লোকজন ঘটনার সাক্ষ্য ও ধৃত সাফি মিয়া মাদকসেবী বলেও জানান। পরে স্কুল শিক্ষিকাকে শ্লীলতাহানির প্রমাণ মেলায় ভ্রাম্যমান আদালত বসিয়ে দন্ডবিধি-৩৫৪ ধারায় অভিযুক্ত সাফি মিয়াকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জীতেন্দ্র কুমার নাথ। পরে থাকে থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।