নবীগঞ্জে মধু চাষে সাফল্যর সম্ভাবনা

    0
    324

    মাত্র ১৫ টি মৌচাক থেকে প্রায় ৭০ টি মৌচাকের বংশ বৃদ্ধি

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০৮অক্টোবর,সানিউর রহমান তালুকদার:  নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই গ্রামের বাসিন্দা ও পৌর শহরের ২ নং ওয়ার্ডের নাগরিক মোঃ  নিয়ামুল হক মধু চাষের ব্যতিক্রমি উদ্দোগ নিলেন, মেসার্স ফাতেমা মৌ খামারের সত্বাধিকারী মোঃ নিয়ামুল হক,  তার এই ব্যতিক্রমি উদ্দোগ গোটা উপজেলা জুঁড়ে আলোড়ন সৃষ্টি করেছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে মৌচাক খামার পরিদর্শন করছেন দর্শনার্থীরা।

    সরজমিনে পরিদর্শন করতে গেলে তিনি বলেন, আমার মাথায় অনেকটা শখের বশে মৌমাছি পালনের প্রতি আগ্রহ জন্মনিল, হুট করেই সিদ্ধান্ত নিলাম মৌমাছি পালনের প্রথমে ১৫ টি মৌছাকের বক্স রাণী সহ ক্রয় করে আনি, পরবর্তী” পর্যায়ে মৌমাছির সংখ্যা বাড়তে থাকল যায়গা সংকুলান করতে একটু সমস্যায় প্রথমে পড়তে হয়েছে, আরো ২৬ টি বক্স আনলাম, এভাবে পর্যায় ক্রমে বাড়তেই থাকল বর্তমানে ৭০ টি মৌচাকের বক্সে মধু সংগ্রহ করছে মৌমাছিরা আশা করছি সামনে নভেম্বরে মধু আহরণ করে বাজার জাত করা সম্ভব হবে।

    সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তিনি এই প্রতিষ্ঠান নির্মাণ করেন। সরকার মধু চাষের প্রতি গুরুত্ব দিলেও এখন পর্যন্ত কোনও ধরনের অনুদান আসেনি বলে তিনি জানিয়েছেন।