নবীগঞ্জে বিরল প্রজাতির মেছো বাঘ উদ্ধার

    0
    468

    নূরুজ্জামান ফারুকী: নবীগঞ্জে মাছের খামার থেকে একটি মেছো বাঘ উদ্ধার করেছেন এলাকাবাসী। মেছো বাঘটি হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়।

    স্থানীয়রা জানান, উপজেলার করগাঁও গ্রামের ইছাক মিয়ার মাছের খামারে প্রায় প্রতিদিনই বাঘটি এসে মাছ খেয়ে যেত। বিষয়টি আচ করতে পারে এলাকাবাসী। গত শুক্রবার দিবাগত রাতে বাঘটি আবারও তার খামারে মাছ খেতে আসে। এ সময় এলাকাবাসী ঘেঁরাও দিয়ে বাঘটি আটক করে। বিষয়টি বনবিভাগ কর্তৃপক্ষকে অবগত করা হলে শনিবার দুপুরে ওই এলাকা থেকে বাঘটিকে নিয়ে আসেন বনবিভাগের লোকজন।

    হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী জানান, মেছো বাঘটির বয়স আনুমানিক দেড় বছর, ওজন ৪ কেজি। পায়ের নখ ও মাথায় সামান্য আঘাত রয়েছে। চিকিৎসা দিয়ে বাঘটিকে চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।