নবীগঞ্জে দলিল লিখক সমিতির সভাপতি রুহেলসহ ৪ জুয়ারী ডিবির হাতে গ্রেপ্তার

0
200

নূরুজ্জামান ফারুকী,বিশেষ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের দুর্গাপুর (কামালপুর) এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে নবীগঞ্জ দলিল লিখক সমিতির সভাপতিসহ ৪ জুয়ারী গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ৮ হাজার ৫’শ টাকা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ডিবির এসআই অভিজিত ভৌমিক বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯মার্চ-২০২৩) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ডিবি পুলিশের একটি দল এসআই অভিজিত ভৌমিকের নেতৃত্বে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামের অভিযান চালায়।
এ সময় ওই গ্রামের উত্তর পাড়াস্থ নুরুল হকের বসত ঘরে জুয়া খেলা অবস্থায় ৪ জুয়ারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- নবীগঞ্জ সাবরেজিষ্ট্রার অফিসের দলিল লিখক সমিতির সভাপতি পৌর এলাকার গন্ধ্যা গ্রামের আখলাকুর রহমান চৌধুরীর ছেলে মোঃ আক্তারুজ্জামান চৌধুরী ওরপে রুহেল চৌধুরী (৪৫), একই গ্রামের মৃত এমরান মিয়ার ছেলে আবুল কালাম (৪৬), দুর্গাপুর (কামালপুর) গ্রামের মোঃ তাহের মিয়ার ছেলে রুহুল আমীন (৪২) ও গুমগুমিয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে মোঃ মাসুম মিয়া (৩৫)।
এ সময় অজ্ঞাতনামা ৩/৪ জন জুয়ারী দৌড়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ সাড়ে ৮ হাজার টাকা উদ্ধার করে। রাতে ডিবির এসআই অভিজিত ভৌমিক বাদী হয়ে নবীগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে দুর্গাপুর (কামালপুর) এলাকার নুরুল হকের বাড়িসহ বিভিন্ন স্থানে নিয়মিত জুয়ার আসর বসে। এতে লক্ষ লক্ষ টাকার খেলা হয় বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।