নবীগঞ্জে ছাত্রলীগ নেতার নেতৃত্বে হামলা ও ভাংচুরের অভিযোগঃআহত-২

0
201

নূরুজ্জামান ফারুকী,বিশেষ প্রতিনিধিঃ প্রতিপক্ষের বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনায় নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নব-ঘোষিত কমিটির আহবায়ক নাজিম উদৌল্লা চৌধুরীসহ ৯ জনকে অভিযুক্ত করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হামলার ঘটনায় এংরাজ মিয়ার পুত্র জয়নাল মিয়া বাদী হয়ে বুধবার (১৮ জানুয়ারি ২০২৩) নবীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে গত ১৩ জানুয়ারী রাতে এংরাজ মিয়ার পুত্র মারুফ মিয়াকে প্রতিপক্ষের লোকজন মারধর করে এর জের ধরে ১৬ জানুয়ারী রাত ১০ দিকে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নব-ঘোষিত কমিটির আহবায়ক নাজিম উদৌল্লা চৌধুরীসহ তার পক্ষের লোকজন নবীগঞ্জ পৌর এলাকার জয়নগর গ্রামের এংরাজ মিয়ার বসতবাড়ীতে হামলা-ভাংচুর ও লুটপাট করে। হামলাকারীরা বাড়ীঘরের আলমিরার ড্রয়ার থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় এংরাজ মিয়ার স্ত্রী খায়রুল বেগম (পিয়ারা) এবং তার পুত্র ইয়ারুফ মিয়া গুরুতর আহত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় খায়রুল বেগম (পিয়ারা) এবং ইয়ারুফ মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।