নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলন:লক্ষ টাকা অর্থদণ্ড,সরঞ্জাম ধ্বংস

    0
    272
    নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খড়িয়া বিল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার দায় দুই ব্যক্তিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিন। এ সময় বালু উত্তোলনের সরঞ্জামসহ ড্রেজার মেশিন ঘটনাস্থলে ধ্বংস করা হয়।
    সূত্রে জানায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিন, তফশিলদার বিষ্ণুপদ চক্রবর্তী, আবিদ আলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় সার্বিকভাবে সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশ।
    এ ব্যাপারে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মুমিন বলেন, জনকল্যাণে ও জনস্বার্থে মোবাইল কোর্টের মাধ্যমে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।