নতুন করে লগ ইন করতে বলেছে ফেসবুক কর্তৃপক্ষ

    0
    269
    ডেস্ক নিউজঃ সারা বিশ্বে ফেসবুকে পাঁচ কোটি ব্যবহারকারীর নিরাপত্তায় ত্রুটি ধরা পড়েছে। হ্যাকাররা এসব ব্যবহারকারীর ত্রুটি দেখে যা পরে ফেসবুক কর্তৃপক্ষ জানতে পারে। তবে অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে।
    ত্রুটির বিষয়টি ধরা পড়ার পর সম্ভাব্য ক্ষতির ঝুঁকিতে থাকা ব্যবহারকারীদের গতকাল শুক্রবার নতুন করে লগ ইন করতে বলেছে কর্তৃপক্ষ। ফেসবুকের ‘ভিউ অ্যাজ’ ফিচারে গত মঙ্গলবার কিছু ত্রুটি ধরা পড়ে। বিষয়টি কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে।
    ফেসবুকের নিরাপত্তা প্রধান গেই রোসেন জানিয়েছেন, ওইসব ত্রুটি তারা ঠিক করেছেন। অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হওয়ার আশংকার পর অ্যাকাউন্ট সুরক্ষায় নেওয়া পদক্ষেপের বিস্তারিত জানিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।সুত্রঃ রয়টার্স ও বিবিসি।