নড়াইল প্রেসক্লাবে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত

সুজয় বকসী,নড়াইল প্রতিনিধিঃ  নড়াইলে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মার্চ ২০২২) বিকেলে নড়াইল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান।

নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুল হাসান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারন সম্পাদক মোঃ শরফুল আলম লিটু, নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীমূল ইসলাম টুল।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নড়াইল প্রেসক্লাবের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মুন্সী আসাদ রহমান।

পরে নড়াইল প্রেসক্লাবের সদস্য ও তাদের স্ত্রী সন্তানদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, গানসহ  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নড়াইল প্রেসক্লাবের সদস্য, পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।