নড়াইলে শিক্ষার্থীদের মাঝে যুদ্ধকালীন বীরত্বগাঁথা শুুনানোর গল্পের অনুষ্ঠান

0
163

সুজয় বকসী,নড়াইল প্রতিনিধি: নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে নড়াইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্থানীয় পর্যায়ের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাঁথা শুুনানোর এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ মে) নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগীতায় “ বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ” শীর্ষক প্রকল্পের আওতায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীদের স্থানীয় পর্যায়ের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাঁথা শুুনানোর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের বক্তৃতামালা, প্রশ্নোত্তর পর্ব,শিক্ষার্থীদের অভিব্যক্তি প্রকাশ এবং কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এর সভাপতিত্বে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল এর পরিচালক ( প্রশাসন ও অর্থ) মোঃ শাহ আলম সরদার, বঙ্গবন্ধ আদশূ ও মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন এর প্রকল্প পরিচালক ড.মোঃ নুরুল আমিন, জেলা অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার তারেক মেহেদী, বীরমুক্তিযোদ্ধা শরীফ হুমাউন খবির,সাইফুর রহমান হিলু,সহ সরকারি কর্মকর্তা,বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিক, এ সময় উপস্থিত ছিলেন।

বক্তারা, বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে বঙ্গবন্ধুর অসাপ্ত আত্মজীবনীসহ মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন বই পুস্তক পড়ার আহবান জানান।