নড়াইলে বীরমুক্তিযোদ্ধা সমাবেশ ও বর্ণাঢ্য সুবর্ণজয়ন্তী র‌্যালী

0
332
নড়াইলে বীরমুক্তিযোদ্ধা সমাবেশ ও বর্ণাঢ্য সুবর্ণজয়ন্তী র‌্যালী
নড়াইলে বীরমুক্তিযোদ্ধা সমাবেশ ও বর্ণাঢ্য সুবর্ণজয়ন্তী র‌্যালী

সুজয় কুমার বকসী,নড়াইল প্রতিনিধি:  নড়াইলে “স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে “ মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা” উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বর্ণাঢ্য সুবর্ণজয়ন্তী র‌্যালী অনুষ্ঠিত হয়। আজ সোমবার ২১মার্চ মুক্তিযুদ্ধ বিষযক মন্ত্রনালয় ও জেলা প্রশাসন, নড়াইল এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির সুবর্ণজয়ন্তী মেলা মঞ্চ  চত্বরে এ সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

শিল্পকলা একাডেমি সুবর্ণজয়ন্তী মেলা মঞ্চ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের পর মুক্তিযোদ্ধোদের নিয়ে সুসজ্জ্বিত গাড়ীর “সুবর্ণজয়ন্তী র‌্যালী” নিয়ে জেলার তিন উপজেলা প্রদক্ষিনের উদ্যেশ্যে ছেড়ে যায়।

জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে  অীতরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান,, অতিরিক্ত জেলঅ প্রশাসক (রাজস্ব) শ্বাশ্বতী শীল, জাতীয় গোয়েন্দা সংস্থার নড়াইলেল উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান,সাবেক মুক্তিযোদ্ধা জেলা ডেপুটি কমান্ডার অ্যাডঃ এস,এ, মতিন,বীরমুক্তিযোদ্ধা মোঃ সাইফুর রহমান হিলু, বীরমুক্তিযোদ্ধা নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু,সরকারি কর্মকর্তা-কর্মচারি, রাজনীতিবিদ, সাংবাদিক,এনজিও প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন। ১৭ মার্চ থেকে ২৩ মার্চ থেকে প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ মেলা চলবে। এ মেলায় সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড,সরকারি দপ্তরের সেবা সমূহসহ বিভিন্ন বিষয়ের উপর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ১০০ ষ্টল খোলা হয়েছে।