নড়াইলে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন’র উদ্বোধন

0
183

সুজয় কুমার বকসী,নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার নড়াইল পৌর মেয়র এর আয়োজনে সিভিল সার্জন অফিস সহযোগীতায় বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধের লক্ষ্যে নড়াইল সানফ্লাওয়ার বিদ্যালয়ে এ ক্যাম্পেইন এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এ ক্যাম্পেইন এর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমান।
এ ক্যাম্পেইনে জেলার ৩টি উপজেলা ও ৩টি পৌরসভায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ৯৫,১৪৭ শিশুকে ১ টি করে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১১,৫৭১ শিশুকে ১টি করে নীল রঙের “এ” ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮৩,৫৭৬ শিশুকে লাল রঙের “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।
এছাড়া শিশুর বয়স ৬ মাস পূর্ন হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে।
পৌর মেয়র আঞ্জুমান আরা এর সভাপতিত্বে সভায়, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মি, সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।