নড়াইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সিআইজি কৃষক সমাবেশ

0
456
নড়াইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সিআইজি কৃষক সমাবেশ

সুজয় বকসী, নড়াইল প্রতিনিধি:  কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলাম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তাঁর সরকারের প্রথম বাজেটে ৫শ’ কোটি টাকার মধ্যে ১শ’ কোটি টাকা কৃষি খাতে বরাদ্দ দিয়েছিলেন। তিনি বাংলাদেশকে কৃষিসমৃদ্ধ এবং খাদ্যে সয়ংসম্পূর্ণ সোনার বাংলা গড়তে চেয়ে ছিলেন।

জাতির পিতার সে স্বপ্ন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে চলেছেন।’ তিনি শনিবার নড়াইল উপ-শহরের বাগবাড়ি-রঘুনাথপুর ফুটবল মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সিআইজি কৃষক সমাবেশে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আসাদুল্লার সভাপতিত্বে কৃষক সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নিবার্হী চেয়ারম্যান ড. মোহাম্মদ বখতিয়ার, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার পিতা গোলাম মর্তুজা স্বপন, নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম প্রমূখ।

আলোচনা সভার আগে কৃষক সমাবেশে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি ও কৃষিপণ্যের ষ্টল পরিদর্শন করেন প্রধান অতিথি।