নজরুল সঙ্গীতের ৩ দিনব্যাপি উচ্চতর প্রশিক্ষণের উদ্বোধন

    0
    236

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫মে,নড়াইল প্রতিনিধিঃ  নড়াইলে নজরুল সঙ্গীতের ওপর ৩ দিনব্যাপি উচ্চতর প্রশিক্ষণ শুরু হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শনিবার (৫ মে) বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ ভবনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী।

    সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভপতি আসলাম খান লুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি রওশনারা কবির লিলি, নারী নেত্রী আঞ্জুমান আরা , জেলা শিল্পকলা একাডেমী কর্মকর্তাগন,সম্মিলিত সাংস্কৃতিক জোট,জেলা নেতৃবৃন্দ, শিক্ষার্থী,অভিভাবকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
    প্রশিক্ষন প্রদান করবেন নজরুল সঙ্গীতের প্রশিক্ষক ছায়ানটের সঙ্গীত বিষয়ক শিক্ষক তানভীর আহম্মেদ ও মোঃ রেজাউল করিম।

    এ প্রশিক্ষণে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ৭০জন শিক্ষার্থী অংশগ্রহন করছে। সোমবার (৭মে) বিকেলে এ প্রশিক্ষণ সমাপ্ত হবে।