ধেঁয়ে আসছে মৌসুমী বৃষ্টি বলয় ঢল ৩

    0
    513

    আবহাওয়ার ডেস্ক:  সম্ভাব্য তারিখ : ২০ টু ৩০ শে সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত, পর্যায়ক্রমে বাংলাদেশ ও এর পার্শবর্তী দেশে।

    ঢল ৩ একটি পুর্ণাঙ্গ বৃষ্টি বলয়, সুতরাং এই বৃষ্টি বলয়ে সারাদেশে ভারিবর্ষণ হতেপারে। সবচেয়ে বেশি আক্রান্ত সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ, সবচেয়ে কম আক্রান্ত খুলনা বিভাগ।

    একটা মৌসুমি নিন্মচাপ ও প্রবল সক্রিয় মৌসুমি বায়ুর জন্য এই বৃষ্টি বলয়টি আসছে।

    বৃষ্টি বলয় ঢল৩ প্রথমদিকে দেশের দক্ষিন দক্ষিন পুর্ব এলাকায় সক্রিয় হবে, তারপর দেশের মধ্য অঞ্চলে এবং ২২ শে সেপ্টেম্বর রাত থেকে উত্তর বঙ্গে বেশি সক্রিয় হতেপারে।

    ঢল ৩ তে দেশের উত্তর অংশে ভয়াবহ বজ্রপাত হতেপারে, এবং দক্ষিন অংশে বজ্রপাত কম থাকতেপারে।

    বৃষ্টি বলয় ঢল৩ চলাকালিন সময়ে সাগর উত্তাল থাকতেপারে, তাই ঢল৩ চলাকালিন সময়ে মাছ ধরা নৌকা ও ট্রলার যেনো সাগরে প্রবেশ না করে।

    এই বৃষ্টি বলয়ে টানা বৃষ্টির সম্ভাবনা বেশি ও ঝাকে ঝাকে বৃষ্টির সম্ভাবনা বেশি।

    বৃষ্টিবাহি মেঘের অভিমুখ প্রথমে দক্ষিন পুর্ব থেকে ধিরে ধরে পশ্চিম থেকে পুর্ব দিকে গিয়ে শেষ হতেপারে।

    আপনার এলাকা ঢল ৩ তে আক্রান্ত হলে এই ভ্যাপসা গরম হ্রাস পাবে।

    বৃষ্টি বলয় ঢল ৩ প্রথমে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে, তারপর খুলনা ও ঢাকা বিভাগে, তারপর রাজশাহী, ময়মনসিংহ বিভাগে, এরপর সিলেট ও রংপুর বিভাগ আক্রান্ত হতেপারে।

    নোট : ঢল ৩ এক এক সময় দেশের এক এক অংশে বেশি সক্রিয় থাকতেপারে, সুতরাং ঢল৩ চলাকালিন সময়ে সবসময় যে আপনার এলাকায় বৃষ্টি বা রোদ থাকবে এমনটা নয়।

    নোট : প্রাকৃতিক কারনে ঢল৩ তার সময়সিমা পরিবর্তন, ও এর শক্তি হ্রাস বৃদ্ধি বা বিলুপ্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়।

    নোট : ঢল৩ এর প্রভাবে দেশের অনেক নিচে এলাকা প্লাবিত হওয়া সহ অনেক মাছের ঘের তলিয়ে যেতেপারে।

    নোট : ২১ টু ২৩ শে সেপ্টেম্বর বজ্রপাত তুলনামূলক কম থাকবে।

    নোট : ঢল ৩ এ আপনার এলাকায় দরকারি রোদ পাবেন্না কিন্তু।

    একটানা বৃষ্টি, এই বৃষ্টি এই রোদ, টিপটিপ বৃষ্টি, ভারিবর্ষণ সবই পাবেন ঢল৩ চলাকালিন সময়ে।

    সুতরাং বৃষ্টি প্রেমীরা উপভোগ করতে থাকুন মহা বৃষ্টি বলয় ঢল৩।

    চিত্র অংকনে : মশিয়ার রহমান জনী, আবহাওয়া গবেষক বেসরকারি আবহাওয়া সংস্থা Jessore bangladesh

    সবচেয়ে নির্ভরশীল ও নির্ভরযোগ্য আবহাওয়ার পুর্বাভাস পেতে আপনারা সরকারি আবহাওয়া পেজ ও ওয়েবসাইটে নজর রাখুন।

    আসুন একনজরে দেখে নেই বৃষ্টি বলয় ঢল৩ চলাকালিন সময়ে আপনার জেলায় সম্ভাব্য কত মিলিমিটার বৃষ্টি হতেপারে।

    জেলার নাম : বৃষ্টির পরিমান মি.মি. আকারে।

    ঢাকা বিভাগ :
    ঢাকা : ৩০০
    গোপালগঞ্জ : ২৭০
    মাদারীপুর : ২৬০
    শরিয়তপুর : ২৮০
    ফরিদপুর : ২৫০
    রাজবাড়ি : ২২০
    মানিকগঞ্জ : ২৪০
    নারায়নগঞ্জ : ২৫০
    নরসিংদী : ৩০০
    গাজীপুর : ২৯০
    টাঙ্গাইল : ৩১০
    জামালপুর : ৪০০
    শেরপুর : ৬০০
    ময়মনসিংহ : ৪০০ থেকে ৬৫০
    নেত্রকোনা : ৬৫০
    কিশোরগঞ্জ : ৪৩০
    মুন্সীগঞ্জ : ২৯০

    চট্টগ্রাম বিভাগ :
    কক্সবাজার : ৭০০, আক্রান্ত হয়েগেছে
    বান্দরবান : ৩৭৫
    রাঙ্গামাটি : ৩৯০
    খাগড়াছড়ি : ৩৫০
    চট্টগ্রাম : ৫৫০
    ফেনী : ৫০০
    Lakshmipur : ৪৯০
    চাঁদপুর : ৪৫০
    নোয়াখালী : ৪৮০
    কুমিল্লা ৪০০
    ব্রাম্মনবাড়ীয়া : ৩৯০
    সন্দ্বীপ : ৭০০

    রাজশাহী বিভাগ :
    রাজশাহী : ৩২০
    পাবনা : ৩১০
    সিরাজগঞ্জ : ৩৩০
    চাপাইনবাবগঞ্জ : ৩০০
    নওগাঁ : ৩১০
    বগুড়া : ৩২০
    জয়পুরহাট : ৩৪০
    গাইবান্ধা : ৩৭০
    রংপুর : ৩৫০
    দিনাজপুর : ৩৭০
    ঠাকুরগাঁও : ৩৮০
    Nilphamari :৪২০
    পঞ্চগড় : ৫৫০
    Lalmonirhat : ৬৫০
    কুড়িগ্রাম : ৬৫০
    নাটোর : ৩৪০

    সিলেট বিভাগ :

    সিলেট : ৬৭০
    সুনামগঞ্জ : ৬৭০
    হবিগঞ্জ : ৪৫০
    মৌলভীবাজার : ৩৯০

    খুলনা বিভাগ :
    খুলনা সদর : ২৫০
    খুলনা উপকূল : ৪০০
    সাতক্ষিরা সদর : ৩০০
    সাতক্ষীরা উপকূল : ৪১০
    বাগেরহাট সদর : ২৫০
    বাগেরহাট উপকূল : ৩৯০
    যশোর : ২৫০
    নড়াইল : ৩৪০
    মাগুরা : ২৪৫
    ঝিনাইদহ : ২৬০
    চুয়াডাঙ্গা : ২৬০
    মেহেরপুর : ২৭০
    কুষ্টিয়া : ২৭০

    বরিশাল বিভাগ :
    বরিশাল : ৩২০
    পিরোজপুর : ৩৪০
    ঝালকাঠি : ৩৭০
    বরগুনা : ৪০০
    পটুয়াখালী : ৪২০
    ভোলা : ৪৫০

    সাবেক বিভাগ ধরা হয়েছে।

    কলকাতা : ২৬০
    দীঘা : ৩৪০
    উড়িস্যা : ২৭৫
    রানিগঞ্জ : ৪৫০
    বারাসত : ৩০০
    ২৪ পরগনা : ৩২০
    মেঘালয় : ৯০০
    ত্রিপুরা : ৩৫০
    কৃষ্ণনগর : ৩৫০

    ধন্যবাদ : পারভেজ আহমেদ পলাশ, প্রধান আবহাওয়া গবেষক, বেসরকারি আবহাওয়া সংস্থা Jessore bangladesh.