“ধিক্কার” রেজাউল করিম সেলিম

    0
    407

    “ধিক্কার”

    হীন মনোভাবাপন্ন স্বার্থপর মানুষ
    মতলবে আঠারো আনা ,
    ভাল মন্দের ধারেনাকো ধার
    নিতে জানে দিতে জানে না ।
    লোভের বশে অবৈধ কর্মে
    খারাপেরা ব্যস্ত নিরন্তর ,
    দুনিয়া নামের এই রঙ্গমঞ্চটা
    যেন পাপের ই খেলাঘর ।
    মৃত্যু উত্তর হবে প্রশ্নবিদ্ধ
    নেই কোনও চিন্তা গম ,
    ধরণীপরে আরাম আয়েশ
    তালাশ করে হরদম ।
    সেবার নামে জালিয়াতি করে
    আত্মসাত করে টাকা ,
    লোক দেখানো সেবক সাজে
    চুরি বিদ্যায় পাকা ।
    দায়িত্ব পেয়ে স্বীয় স্বার্থে
    করে ক্ষমতার অপব্যবহার ,
    টাকার লোভে মানুষ মারে
    গড়ে টাকার পাহাড় ।
    লালন করে খুনি মাস্তান
    কুখ্যাত সব গডফাদার,
    ধিক্কার জানাই সেই গডফাদারদের
    হউক তাঁদের বিচার ।
    লেখকঃ কবি ও সাহিত্যিক-রেজাউল করিম সেলিম।