দ্বিতীয় ও শেষ টেস্টে হারারে স্পোর্টস গ্রাউন্ডে আবারো মাঠে নামছে বাংলাদেশ জিম্বাবুয়ে

    0
    414

    ঢাকা, ২৫ এপ্রিল : আজ বৃহস্পতিবার দুপুর ২টায় দ্বিতীয় ও শেষ টেস্টে হারারে স্পোর্টস গ্রাউন্ডে আবারো মাঠে নামছে বাংলাদেশ জিম্বাবুয়ে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরের প্রথম টেস্ট অবিশ্বাস্যভাবে ৩৩৫ রানের বড় ব্যবধানে হেরেছে মুশফিকুর রহিমরা। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে এ টেস্টে কি রুখে দাঁড়াতে পারবে বাংলাদেশ? বাংলাদেশ কোচ শেন জার্গেনসন প্রতিশ্রুতি দিচ্ছেন তার ছেলেরা সম্মান রক্ষায় নিজেদের সর্বোচ্চ চেষ্টাটাই করবেন। Bangladesh cricket
    প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি করা ব্রেন্ডন টেইলরকে এক্ষেত্রে অনুপ্রানিত করবে দুদেশের মধ্যেকার দ্বিপাক্ষিক সিরিজের রেকর্ড বুক। হারারে টেস্টেই বাংলাদেশের হাবিবুল বাশারকে পেছনে ফেলে দুদেশের মধ্যে সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন টেইলর। দ্বিতীয় টেস্টেই ফিরতে পারেন টাইগারদের নিয়মিত ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী এমনটি আভাস দিয়েছেন।
    জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, আমরা শুধু খেলাতেই মনযোগ দিতে চাই। পূর্বের ফলাফল নিয়ে ভাবতে চাই না। আমরা জানি বাংলাদেশের সার্মথ্য আছে ঘুরে দাঁড়ানোর। এক বা দুই সেশনে খেলার মোড় নিজেদের পক্ষে নিয়ে যাওয়ার। তাই আমরা সেশন ধরে এগুতে চাই। আমরা কি করতে পারি, তা প্রমাণিত।