দোকান কর্মচারীদের বিভিন্ন দাবীতে রাজধানীতে মানব বন্ধন

    0
    298

    জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন ( রেজি: বি-১৯৯৯) ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আসন্ন ঈদ উল আজহা উপলক্ষ্যে ১৭ আগস্টের মধ্যে দোকান কর্মচারীদের ঈদ বোনাস, বেতন-ভাতা, সাপ্তাহিক দেড়দিন ছুটি, মজুরী বোর্ড গঠন এবং দোকান প্রতিষ্ঠান আইন বাস্তবায়নের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত।

    আজ ১০ আগস্ট ২০১৮ ইং শুক্রবার সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন ( রেজি: বি-১৯৯৯) ঢাকা মহানগর কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ফেডারেশনের ঢাকা মহানগর কমিটির সভাপতি জনাব হজরত আলী মোল্লা ।

    মানব বন্ধনে বক্তব্য রাখেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন এর সভাপতি জনাব রফিকুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, দপ্তর সম্পাদক এম.এ.গনি, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক জনাব সিদ্দিকুর রহমান, ফজল হক, মোস্তফা কামাল, মো: হৃদয়, রুবেল, বাবুল বেপারী, বাদশা মিয়া, দিদার মিয়া, মুক্তিযোদ্ধা শহিদুল্লা প্রমুখ।

    বক্তাগণ তাদের বক্তব্যে দোকান কর্মচারীদের নি¤েœর দাবীসমূহ অনতিবিলম্বে মেনে নেওয়ার জোর দাবী জানান।

    (১) ১৭আগস্টের মধ্যে ঈদ বোনাস বেতন-ভাতা পরিশোধ করতে হবে (২) মজুরী বোর্ড গঠন করতে হবে (৩) দোকান প্রতিষ্ঠান আইন বাস্তবায়ন করতে হবে (৪) সাপ্তাহিক দেড় দিন ছুটি দিতে হবে (৫) পরিচয়পত্র ও নিয়োগ পত্র দিতে হবে (৬) চিকিৎসা ভাতা দিতে হবে।