দেশে সাংবাদিকসহ করোনায় আক্রান্ত আরও পাঁচ জন

    0
    239

    দেশে সাংবাদিকসহ করোনায় আক্রান্ত আরও পাঁচ জন।বেসরকারি স্যাটেলাইট চ্যানেল’র একজন সাংবাদিক নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনার পর ৪৭ জন কর্মীকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে টিভি কর্তৃপক্ষ।
    এর আগে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. শামসুর রহমান এক ভিডিও বার্তায় বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের এক সহকর্মী, ওই টেলিভিশন পরিবারের সদস্য কোভিড-১৯ রোগে আক্রান্ত। উনি ২৫ ও ২৬ তারিখ শেষবার  টেলিভিশন অফিসে কর্মরত ছিলেন। রাতে উনার সিম্পটম গ্রো করায় উনি আমাদেরকে জানান অফিসে আসতে পারবেন না এবং উনি সেল্ফ আইসোলেশনে ছিলেন। দুদিন আগে উনি আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করেন এবং উনার স্যাম্পল নিয়ে টেস্ট শেষে রেজাল্ট আসে এবং যেটা আনফরচুনেটলি পজিটিভ ছিল।’

    শামসুর রহমান আরও বলেন, ‘আমরা টেলিভিশনের পক্ষ থেকে সব সহযোগিতা উনাকে করছি। আইইডিসিআরের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আমি ব্যক্তিগতভাবে ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি এবং উনার সংস্পর্শে যারা এসেছিলেন-৪৭ জনের তালিকা তৈরি করেছি এবং আমাদের সেই ৪৭ জন সহকর্মীকে আমরা সেল্ফ আইসোলেশনে পাঠিয়েছি। সো ২৬ তারিখ থেকে যদি আমরা হিসাব করি তার পাঁচদিনে আর আমাদের সহকর্মীদের সিম্পটম শো না করা, তার মানে আর কেউ সংক্রমিত হয়নি। আমি আমার কলিগের সঙ্গে কথা বলেছি তিনি রিকভারি করছেন।’

    উল্লেখ্য দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আরও ৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১ জনে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের। শুক্রবার (৩ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। তিনি জানান, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে করোনায় নতুন করে ৫ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ৬১ জনের মধ্যে ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

    ব্রিফিংয়ে বলা হয়, বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন ২৯ জন। এদের মধ্যে ২২ জন হাসপাতালে আর বাকি সাতজন বাসায় অবস্থান করেই চিকিৎসা নিচ্ছেন।
    গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। একই সময়ে ১০ জনকে আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ৮২ জন আইসোলেশনে আছেন। ব্রিফিংয়ে আরও বলা হয়, পরীক্ষা বাড়ানোর অংশ হিসেবে ৫১৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আইইডিসিআর নমুনা সংগ্রহ করে ১২৬টি। এটা শুক্রবার সকাল ৮টা নাগাদ পাওয়া তথ্য। এছাড়া ব্রিফিংয়ে ছুটির সময় বাসায় অবস্থান করা, সামাজিক দূরত্ব মেনে চলা, করমর্দন না করা এবং বাসার বাইরে গেলে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।