দেশের উন্নয়নে ইসলামী ফ্রন্টের মোমবাতি মার্কায় ভোটদিন

    0
    238

    “জোট-মহাজোটের রাজনীতি পরিহার করুনঃইসলামী ফ্রন্ট”

    আমারসিলেট24ডটকম,২৮নভেম্বর,চুনারুঘাট প্রতিনিধিআহলে সুন্নাত ওয়াল জমা’আতের একক রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়ন কাউন্সিলে বক্তাগণ বলেন, দেশে কোরআন সুন্নাহর রাজ কায়েম করতে ইসলামী ফ্রন্টের প্রার্থীকে জয়যুক্ত করার বিকল্প নেই। আরও বলেন, জোট-মহাজোটের কুলশিত রাজনীতিকে পরিহার করে দেশ ও জাতির উন্নয়নে ইসলামী ফ্রন্টের প্রার্থীকে মোমবাতি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। গত বুধবার বিকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পাইকপাড়া ইউনিয়ন কমিটি গঠন কল্পে এক কর্মী সভায় বক্তাগণ উপরোক্ত কথাগুলো বলেন। স্থানীয় সতং বাজারে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি আলহাজ্ব মাওলানা মুসলিম খান। উপজেলা অর্থ সম্পাদক মাওলানা মোঃ ইয়াকুত মিয়া, উপজেলা যুগ্ম সম্পাদক সাংবাদিক এস এম সুলতান খান, মোঃ এনাম চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে কাজী মাওলানা আব্দুল আজিজ খানকে সভাপতি, মাওলানা মোঃ মোস্তফা কামাল শফিককে সহ-সভাপতি, মাওলানা আজিজুর রহমান সোহাগকে সাধারণ সম্পাদক, মাওলানা ফজলুল হক সিদ্দিকীকে সাংগঠনিক সম্পাদক, মোঃ রফিকুল ইসলামকে সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ আব্দুল মান্নান দুলালকে অর্থ সম্পাদক, মোঃ নিহাদুল ইসলাম চৌধুরীকে দপ্তর সম্পাদক, মোঃ লোকমান মিয়াকে প্রচার সম্পাদক, ক্বারী মোঃ আব্দুল হামিদকে প্রকাশনা সম্পাদক, মোঃ আবুল খায়েরকে আইন বিষয়ক সম্পাদক, মোঃ শাহ্ জাহান গাজীকে শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক, ক্বারী মোঃ আব্দুল হাদীকে সমাজকল্যাণ সম্পাদক, মোঃ খুর্শেদ আলমকে তথ্য, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, হাফেজ জাহিদুল ইসলামকে শিক্ষা ও প্রশিক্ষক সম্পাদক, মোঃ আব্দুল কাইয়ূমকে সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক, ডাঃ শাহীন আহমদকে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক, মোছাঃ নাজমা আক্তারকে মহিলা বিষয়ক সম্পাদিকা, মোঃ রিয়াজ উল্লা, মোঃ আব্দুর রহমান, মোঃ আজিজুর রহমান মাস্টার ও মোঃ আরজু মিয়া মোল্লাকে সদস্য করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়।