দেশব্যাপী আইনশৃংখলার ক্রমাবনতিতে উদ্বেগ

    0
    226

    আমারসিলেট24ডটকম,০৭জুনঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভা যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে বিচারের রায়সমূহ প্রকাশ ও বাস্তবায়ন, যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামাতের বিচার নিশ্চিত করা ও সর্বোপরি জামাতকে নিষিদ্ধ করার জনগণের মৌল দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। ৬ জুন সেগুনবাগিচাস্থ বীরোত্তম খাজা নিজামউদ্দিন মিলনায়তনে পার্টির দু’দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভার প্রথম দিনে সাধারণ সম্পাদকের রাজনৈতিক রিপোর্টে এই আহ্বান জানান হয়। পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে এই সভা শুরু হয়েছে। পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার উত্থাপিত রিপোর্টে দেশব্যাপী গুম, খুন, অপহরণসহ আইনশৃংখলার ক্রমাবনতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান হয়। সভায় বিশেষ করে নারায়ণগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুরের ঘটনাবলী উল্লেখ করে বলা হয় এসব ঘটনায় সম্পর্কে যথাযথ ব্যবস্থা না হলে জনমনে সরকার সম্পর্কেই অনাস্থাবোধের সৃষ্টি হবে। সভায় র‌্যাব ও পুলিশবাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা, বিশেষ করে এ সকল বাহিনী কর্তৃক বিচার বহির্ভূত হত্যাকা- বন্ধ করার কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান হয়।

    সভার শুরুতে ভাষা সৈনিক প্রণতি দস্তিদার ও চট্টগ্রাম জেলা কমিটির প্রয়াত সদস্য আবুল হোসেন, ভোরের কাগজের সম্পাদক বেনজির আহম্মদ ও ইনডিপেন্ডেন্টের সম্পাদক মাহবুব আলমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় ও এক মিনিট নিরবতা পালন করা হয়। কেন্দ্রীয় কমিটির সভায় রাজনৈতিক রিপোর্টের উপর কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ বিমল বিশ্বাস, সুশান্ত দাস, ইকবাল কবির জাহিদ, নুর আহমদ বকুল, মনোজ সাহা, হাজী বশিরুল আলম, জ্যোতি শংকর ঝন্টু, অনিল বিশ্বাস, এ্যাড. আব্দুর রাজ্জাক, অধ্যাপক নজরুল ইসলাম হক্কানী, সরজিত সেন, সেকান্দর আলী, রবিন সরেন, এ্যাড. জোবায়দা পারভীন, জাকির হোসেন রাজু, সাব্বাহ আলী খান কলিন্স, মোফাজ্জেল হোসেন মঞ্জু প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন।