দেলাওয়ার হোসাইন সাঈদীর করা আবেদন খারিজ

    0
    214

    আমারসিলেট 24ডটকম ,২৬সেপ্টেম্বর : সুপ্রিমকোর্টের আপিল বিভাগের দুই বিচারপতির প্রতি অনাস্থা জানিয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আজ প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ আবেদনটি শুনানি শেষে খারিজ করে দেন। বেঞ্চের অন্য দুই বিচারপতি হচ্ছেন বিচারপতি আব্দুল ওয়াহাব মিঞা ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
    দেলাওয়ার হোসাইন সাঈদীর অনাস্থা জ্ঞাপন করা দুই বিচারপতি হলেন, বিচারপতি এস কে সিনহা ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। গতকাল সাঈদী তাদের অনাস্থার কথা জানিয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় প্রধান বিচারপতি বরাবর আবেদন করেন। আবেদনে বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ট্রাইব্যুনাল ১ এর সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমকে আপিল বিভাগে নিয়ে আসার প্রলোভন দেখানোর অভিযোগ আনা হয়। অপরদিকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রত্যাহারের আবেদনের বিষয়ে বলা হয়, ২০১০ ও ২০১১ সালে লন্ডনে আওয়ামী লীগ ও ঘাতক দালাল নির্মূল কমিটির নেতাদের সঙ্গে বিভিন্ন সভা সমাবেশে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে কথা বলেছেন তিনি। আবেদনে দেলাওয়ার হোসাইন সাঈদী আশঙ্কা প্রকাশ করেন, তার মামলায় ওই দুই বিচারপতির অংশগ্রহণ ন্যায়বিচার ব্যাহত করবে। তাই বিচারকার্য থেকে ওই দুই বিচারপতিকে বিরত রাখার অনুরোধ জানান দেলাওয়ার হোসাইন সাঈদী ।