দূর্নীতি করে কেউ পার পাবে নাঃপরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

    0
    294

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শুদ্ধি অভিযান শিক্ষায় এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শুদ্ধি অভিযান চলছে। সারাদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার সঙ্গে আছেন। যারা দূর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে সেই সব ডাকাতদের ধরা হচ্ছে। দূর্নীতি করে কেউ পার পাবে না। সরকার শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে বদ্ধপরিকর। এখন সময় এসেছে শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করার। শিক্ষার সাথে আমাদের জাতির অস্তিত্ব নিভর্রশীল। তাই শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে শিক্ষার উন্নয়নে অবদান রাখার আহ্বান জানাই।
    শুক্রবার বিকেলে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজ পরিবারের পক্ষ থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি এসব কথা বলেন।

    শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে সাবেক মন্ত্রী ও জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এবং বিবিয়ানা কলেজের প্রতিষ্ঠাতা ছুফি মিয়ার স্মৃতিচারণ করে এমএ মান্নান বলেন,দিরাই উপজেলার প্রত্যন্ত অ লে অবস্থিত বিবিয়ানা মডেল কলেজ এ অ লে যেভাবে শিক্ষার বিস্তার ঘটাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ বদলে যাচ্ছে। দেশের সব জায়গায় উন্নয়ন কাজ হচ্ছে। হাওরা লের প্রচুর মানুষ প্রবাসে রয়েছেন। প্রবাসীদের কষ্টার্জিত টাকা দেশকে সমৃদ্ধ করছে। বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদান রয়েছে। প্রবাসীদের প্রতি দেশের মানুষ কৃতজ্ঞ। আমরা হাওরা লের নারী-পুরুষকে প্রশিক্ষণ দিতে ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছি।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ শফি উল্লাাহ-এর সভাপতিত্বে ও প্রভাষক মাসুফা তাসনীম মুর্শেদা ও মোঃ মিলন মিয়ার যৌথ স ালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডঃ জয়া সেনগুপ্তা এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মুহিবুর রহমান মানিক এমপি,ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি,গাজী শাহ নেওয়াজ এমপি,মোছাঃ শামীমা আক্তার খানম এমপি। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র দাস তালুকদার।

    এসময় উপস্থিত ছিলেন,হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান,হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা,নবীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার ফজুল হক চৌধুরী সেলিম,জগন্নাথপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজ আলম মাসুম। পরে কলেজের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন অতিথিরা।

    এর পূর্বে সকালে দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া উত্তরণ ক্লাব ও ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনায় প্রতিবছরের ন্যায় এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা শুক্রবার( ২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    মেধাবৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন-বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি ও সুনামগঞ্জ-১আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এসময় উপস্থিত ছিলেন-দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন,মহিলা ভাইস ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার,জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া,ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মোনায়েম প্রমুখ। মেধাবৃত্তি পরীক্ষায় সুনামগঞ্জ সদর,দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার ৮২৯জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।