দুর্নীতিও সাংগঠনিক দুর্বলতার কারনে শতাধিক এমপি বাতিল

    0
    227

    আমারসিলেট24ডটকম,২৩নভেম্বরআওয়ামীলীগের দলীয় শতাধিক এমপিকে দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনিয়ন  দিচ্ছে না। বিতর্কিত, তৃণমূল দলীয় নেতাকর্মীদের সাথে কোন্দল, দুর্নীতি, পরিবারতন্ত্র, সাংগঠনিক দুর্বলতা সহ সরকারের উন্নয়নমূলক কাজে নিষ্ক্রিয় থাকার কারণেই এসব নেতাদের এবার মনোনয়ন না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলের হাই কমান্ড। সারাদেশে ৫ দফা সরকারি ও বেসরকারি জরিপ এবং তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতেই দলীয় মনোনয়ন প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে। এতে বিতর্কিত এমপির জায়গায় নতুন মুখ এবং ত্যাগী ও সৎ নেতাদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানা যায়।
    সারাদেশ থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ২ হাজার ৬১১ জনের সাথে আগামীকাল রবিবার বৈঠক করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ওইদিন তিনি সম্ভাব্য প্রার্থীদের চূড়ান্ত দিকনির্দেশনা দেয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরই আওয়ামী লীগের ৩শ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে। ইতিমধ্যে আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ওই কমিটির সভাপতি। আর দলের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টামণ্ডলীর সকল সদস্যকে ওই নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।