“দুর্নিতী আজ রাজত্ব করে”

    1
    274

    “দুর্নিতী আজ রাজত্ব করে”

    বাংলার বন্ধু মুজিব তুমি

    আমার নয়ন মনি

    প্রলয়ের মাঝে শান্তির গান

    মানবতার মহা খনি।

    কাটার আঘাত সইছো তুমি

    এই বাংলার ঘরে

    নদী নৌকায় রইছো মিশে

    শহর নগর চরে।

    মুজিব তুমি অধিক প্রিয়

    সর্ব জনের কাছে

    তোমার আদর্শে কোটি জনতার

    প্রানের দুয়ার নাচে।

    যুগে যুগে এসো মুজিব

    হয়ে সত্যের সন্ধানী

    বাংলা মায়ের বীর সন্তান

    ঘুচাও হতাশা গ্লানি।

    তোমায় দেখে শান্তনা পাই

    বলহীনে পায় বল

    ভীরুর বুকে সাহস যোগাও

    রক্ত বহাতে  ঢল।

    মহান তুমি পথের ভুলে

    এসেছিলে এই মর্ত্যে

    জাতিকে তুমি দিয়েছো আলো

    মধু বিষের পরিবর্তে।

    জন জোয়ারে ভেসে এসো

    হয়ে সত্যের সন্ধানী

    বাংলা মায়ের বীর সন্তান

    ঘুচাও হতাশা গ্লানি।

    জ্ঞানের মশাল তুমি চিরকাল

    আলোর প্রদিপ ঝড়ে

    ঘোর আঁধারে দেখিয়েছো পথ

    বাংলা গড়ার তরে।

    মহান নেতা তোমার কথা

    বাংলার বাতাসে রণি

    আমি যোদ্ধা করি শ্রদ্ধা

    তুমার কণ্ঠ ধবনি।

    স্বাধীন দেশে আমি পরাধীন

    রুদ্ধ আমার স্বর

    প্রজাপতির আজ ভেঙেছে ডানা

    বাংলার গায়ে জ্বর।

    কেউ নেই আজ এই এ বাংলায়

    তোমার মত বীর

    দুর্নিতী আজ রাজত্ব করে

    উচ্চ করি শির।

    আবার তুমি ফিরে এসো

    পরে ন্যায়ের মালা

    চিরকাল ধরে গলে পরে

    মিটাই মনের জ্বালা।

     লেখক,হোমায়রা সুলতানা শান্তা