ত্রুটিপূর্ণ নির্বাচনে জনগণ প্রতারিত হয়েছে:নঈম উল ইসলাম

    0
    230

    “অশুভ ছাত্র রাজনীতির বিরুদ্ধে ছাত্র সমাজকে সোচ্চার হয়ে আদর্শিক ছাত্রবান্ধব জ্ঞানমুখী ছাত্র রাজনীতির পথে ফিরে আসতে হবে- জি এম মানিক”


    সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনকে ত্রুটিপূর্ণ, প্রশ্নবিদ্ধ ও নজিরবিহীন আখ্যা দিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নঈম উল ইসলাম বলেন, গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখার স্বার্থে নির্বাচনে সবদল অংশগ্রহণ করে একটি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করলেও জনগণের ভোটাধিকার প্রয়োগে বাঁধা দিয়ে জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। নির্বাচন কমিশন সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতেই শুধু ব্যর্থ হয় নি, বরং তারা একটি লজ্জাজনক ইতিহাসের অংশীদারও হয়েছে। তিনি বলেন, বিদেশী বিভিন্ন সংস্থার নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আর এর জন্য নির্বাচন কমিশনের ব্যর্থতাই দায়ী। নির্বাচন পরবর্তী সহিংসতা ও সরকারী দলের আশীর্বাদপুষ্ট বিভিন্ন গোষ্ঠীর সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ কষ্টে আছে বলেও তিনি মন্তব্য করেন।

    নঈমুল ইসলাম আরো বলেন, ডাকসু, চাকসুসহ বিভিন্ন কলেজ সংসদের নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। ছাত্র সংসদ নির্বাচন একটি ইতিবাচক দিক। তবে নির্বাচন পূর্ববর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সকল দলের সহাবস্থান নিশ্চিত করতে হবে। অন্যথায় জাতীয় নির্বাচনের মত ছাত্রসংসদ নির্বাচনেও নির্দিষ্ট একটি দল ছাড়া অন্য কোন দলের প্রার্থী বিজয়ী হতে পারবে না। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সংগ্রাম,গৌরব, ঐতিহ্য ও সাফল্যের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের চট্টগ্রাম মহানগর উত্তর শাখার আয়োজনে ২১ জানুয়ারী সোমবার বিকালে আন্দরকিল্লা চত্বরে অনুষ্ঠিত ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মাছুমুর রশিদের সভাপতিত্বে স ালনায় ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান ও প্রস্তুতি কমিটির সচিব মুহাম্মদ গোলাম মোস্তফা। ছাত্রসমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নঈমুল ইসলাম।

    উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মুহাম্মদ জসীম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সহ-সভাপতি আ ন ম তৈয়ব আলি, আনজুমানে রজভীয়া নূরীয়া কাতার শাখার সভাপতি ফোরকান রেজা, চট্টগ্রাম নগর সহ সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ সেলিম, মুহাম্মদ শফিউল আলম, মুহাম্মদ শাহজাহান, মাওলানা সোহাইল উদ্দীন আনসারী, আবদুল মাবুদ, লিয়াকত আলী, মুহাম্মদ ইব্রাহিম, এরশাদ মোল্লা, মুহাম্মদ ইসমাইল হোসেন, মুহাম্মদ হাবিবুল মোস্তফা সিদ্দিকী, নুরুল্লাহ রায়হান খান, আব্দুল কাদের রুবেল, খোরশেদুল ইসলাম সুমন, ইকবাল বাহার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সহ-সভাপতি জি.এম শাহাদত হোছাইন মানিক। উদ্বোধনী বক্তব্যে জসিম উদ্দীন বলেন, মাদক আর দুর্নীতির মহোৎসবে দেশের ছাত্র-যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। ছাত্র-যুবসমাজকে নিজেদের ক্ষমতায় বসার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে ক্ষমতালোভী সন্ত্রাসনির্ভর রাজনৈতিক নেতারা মাদক আর দুর্নীতির বিরুদ্ধে নীরব ভূমিকা পালন করছে। তিনি দেশের প্রাণশক্তি ছাত্র-যুবসমাজকে মাদক আর দুর্নীতির ভয়াল থাবা থেকে রক্ষায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান বক্তা জি.এম শাহাদত বলেন, ছাত্র রাজনীতির নামে আজ চলছে সন্ত্রাস-হানাহানি-টেন্ডারবাজি-চাঁদাবাজি, ক্যাম্পাস দখল ও ছাত্র নামধারী মাস্তানদের দাপট।

    এক শ্রেণীর ছাত্র নামধারী বিপথগামী ছাত্র-যুবক সম্মানিত শিক্ষকের গায়ের ওপর হাত তুলতেও কুণ্ঠিত হচ্ছে না। এই অশুভ ছাত্র রাজনীতির বিরুদ্ধে ছাত্র সমাজকে সোচ্চার হয়ে আদর্শিক ছাত্রবান্ধব জ্ঞানমুখী ছাত্র রাজনীতির পথে ফিরে আসতে হবে। তিনি ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার আলোকে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করে বেকারত্ব রোধে সরকারকে পদক্ষেপ গ্রহণের দাবি জানান। সভাপতির বক্তব্যে মাছুমুর রশিদ বলেন, চট্টগ্রামে সরকারী কলেজের সংখ্যা অত্যন্ত কম। সরকারী কোন মাদ্রাসাও নেই। এ কারণে মধ্যবিত্ত পরিবারের অনেক সন্তান উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তিনি চট্টগ্রামে সরকারী কলেজের সংখ্যা বৃদ্ধি ও নূন্যতম দুটি মাদ্রাসাকে সরকারীকরণের দাবি জানান।

    ছাত্রসমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালীতে আরো উপস্থিত ছিলেন এহছানুল হক, শিহাব উদ্দিন, কাউছার খান, ফোরকান রেজা, মুহাম্মদ এরশাদুল করিম, তৌহিদুল হক, বাবর আলী, শাহাদাৎ হোসাইন, আবু সায়েম মুহাম্মদ কাইয়্যুম, বেলাল রেজা,শরীফ মুহাম্মদ মাহমুদুল ইসলাম, আহমদুল হক, আব্দুল কাদের, কাজী মুহাম্মদ আরাফাত, মুহাম্মদ আব্দুর রশীদ, মুহাম্মদ আতিকুল্লাহ, জিয়াউদ্দীন রায়হান, এম এইচ আরমান, মুহাম্মদ নাইম উদ্দিন, মিজান, খোরশেদ, মুশফিক রায়হান, মুহাম্মদ শাহাদাৎ হোসাইন সাদু, জুনাইদ রেজা প্রমুখ। ছাত্র সমাবেশ শেষে বর্ণাঢ্য র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এসে সমাপ্ত হয়। প্রেস বার্তা 


    চট্টগ্রাম আন্দরকিল্লা চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর
    উত্তরের আয়োজনে ছাত্র সমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালিতে ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার নেতৃবৃন্দ।