ত্বকি হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সমাবেশ হবে শহীদ মিনারে

    2
    896
    তানভীর মোহাম্মদ ত্বকি হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সমাবেশ হবে শহীদ মিনারে।

    এ সমাবেশকে সামনে রেখে বুধবার সকাল থেকে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্কুল-কলেজে গণসংযোগ করেছেন। স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে এ সমাবেশের কথা নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মনি সুপান্থ।

    এদিকে হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে বুধবার দুপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন।

    নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিন্টু, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মনি সুপান্থ, সাবেক সভাপতি ভবানী শংকর রায় প্রমুখ।

    বক্তারা ত্বকি হত্যাকাণ্ডের সাত দিন পরও খুনিদের সনাক্ত ও গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন।

    গত শুক্রবার বেলা পৌঁনে ১১টার দিকে শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদী সংলগ্ন খাল থেকে নিখোঁজ হওয়ার দুদিন পর মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তকীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের ডান চোঁখে ও গলায় আঘাতের চিহ্ন ছিল। 

    নারায়ণগঞ্জে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির বড় ছেলে তানভীর
    নারায়ণগঞ্জে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির বড় ছেলে তানভীর

    ওই ঘটনায় শুক্রবার রাতে রফিউর রাব্বি বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ত্বকি শহরের চাষাঢ়া এবিবি ইন্টারন্যাশনাল স্কুল থেকে এ বছর ‘এ’ লেভেল পরীক্ষা দেয়। দেশের সর্ব্বোচ্চ নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয় সে।