“তুমি আসবে বলে”-আফসার তৈয়বী

    0
    355

    “তুমি আসবে বলে”

    -আবছার তৈয়বী

    তুমি আসবে বলে- চোখের জলে
    ভাসলো মায়ের বুক,
    এবার বুঝি যাবে চলে
    তাহার সকল দুঃখ।

    তুমি আসবে বলে- বুকের বলে
    বাবা দু’হাত তুলে,
    মাগলো দোয়া খোদার কাছে
    দুঃখ সকল ভুলে।

    তুমি আসবে বলে- কথার ছলে
    বললো ডেকে বুবু,
    রক্তচোষা পাক হানানাদার
    খাইলো হাবুডুবু।

    তুমি আসবে বলে- বানের ঢলে
    জাগলো জনগণ,
    জাগলো দেশের ছেলে মেয়ে
    খুশি ভরা মন।

    তুমি আসবে বলে- পলে পলে
    সবে চেয়ে রয়,
    তোমায় নিয়ে তুলবে স্লোগান
    জয় বাংলা, জয়।

    তুমি আসবে বলে- দলে দলে
    মানুষ ছুটে যায়,
    তোমার মাঝেই হারিয়ে যাওয়া
    স্বজন খুঁজে পায়।

    [বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন স্মরণে]

    তারিখ: ১০ জানুয়ারি, ২০২০ খৃ.
    আবুধাবি, ইউ.এ.ই।