তাহিরপুর হাওরে অভিযানঃ৩লাখ টাকার কোনা জাল জব্ধ

    0
    239

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি বড় কোনা জাল জব্ধ করে। যার আনুমানিক মূল্য ৩লাখ টাকা। মৎস্য আইন বাস্থবায়নের লক্ষ্যে শনিবার (২১জুলাই) সকাল সাড়ে ১০টার সময় উপজেলায় বালিজুরি ইউনিয়নের লোহাছড়া হাওরের ধাওয়া বিলে মোবাইল র্কোট পরিচালিত হয়।

    এসময় জেলেরা মোবাইল র্কোটের উপস্থিতিটের পেয়ে ১টি বড় কোনা জাল রেখে পালিযে যায়। পরে জব্ধকৃত কোনা জালটি তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এনে প্রকাশে আগুনে পুড়ানো হয়।

    এসময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা নির্বার্হী কর্মকর্তা পূনেন্দ্র দেব,তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর,উপজেলা মৎস্য কর্মকর্তা তানবির আহমেদ,তাহিরপুর থানার এসআই আমির উদ্দিনসহ তাহিরপুর থানার পুলিশ সদস্যগন,উপজেলা মৎস্য কর্মকর্তার কার্য্যালয়ের অফিস সহায়ক লাল মিয়াসহ স্থানীয় এলাকাবাসী।