তাহিরপুর সীমান্তে চোরাচালানী আটক

    2
    250

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭এপ্রিল,মোজাম্মেল আলম ভূঁইয়াঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের দায়ে চিহ্নিত কয়লা চোরাচালানী ও মাদক ব্যবসায়ী নূর ইসলামকে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার বিকেলে চাঁনপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে মামলা দিয়ে থানায় সোপর্দ করে।

    আটককৃত নূর ইসলাম রাজাই সীমান্তের বিশিস্ট কয়লা চোরাচালানী জম্মত আলীর ছেলে। বিজিবি ও স্থানীয়রা জানায়,প্রতিনিদিনের মতো গতকাল মঙ্গলবার দুপুরে বিজিরি চোখ ফাঁকি দিয়ে নূর ইসলাম তার লোকজন নিয়ে ভারত থেকে কয়লা ও মদ আনতে যায়। এসময় মদ খেয়ে মাতাল হয়ে নূর ইসলাম রাজাই সীমান্তের ভারতের অংশে বসবাসকারী এক উপজাতীয় মেয়ে ধর্ষন করার চেষ্টা করে। এঘটনায় স্থানীয়রা বিজিবিকে খবর দিয়ে চাঁনপুর সীমান্তের ১২০১পিলার এলাকায় অবস্থিত প্রকাশ হাইজং এর বাড়ির পেছন থেকে নূর ইসলামকে আটক করে।

    সুনামগঞ্জ ৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে নূর ইসলামকে আটক করা হয়েছে,চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।