তাহিরপুর ইউএনও’র উদ্যোগে পিপিই-ফেইস শিল্ড বিতরণ

    0
    230
    তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ  করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও সঙ্কটকালীন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে কর্মরত সাংবাদিকদের পিপিই
     ও ডাক্তারদের ফেইস শিল্ড দিয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী।
    বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম,সহ সভাপতি বাবরুল হাসান বাবলু,সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহ,আবির হাসানসহ কয়েক জন সাংবাদিকদের পিপিই ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ সুমন চন্দ বর্মনের হাতে ফেইস শিল্ড তুলে দেওয়া হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বলেন,করোনায় পেশাগত দায়িত্ব-পালনকালে অনেকে করোনায় আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুও হয়েছে। এই পরিস্থিতিতে আমরা উপজেলা পরিষদের সহযোতিায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে সুরক্ষা পোশাক এবং পাশাপাশি ডাক্তারদেরকেও ফেইস শিল্ড প্রদান করেছি যেন তাঁরা সুস্থ-স্বাভাবিক ভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।