তাহিরপুরে সিএইচসিপিদের রাজস্ব করনের দাবীতে কর্মসুচি

    0
    332

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২০জানুয়ারী,সুনামগঞ্জ প্রতিনিধি:   সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ১৬টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সি,এইচ,সি,পি গন রাজস্ব করনের দাবীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (৩দিনের-২০,২১,২২) ১ম দিনের অবস্থান কর্ম সূচি পালন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ শনিবার (২০,০১,১৮ইং) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করে।

    এসময় উপস্থিত ছিলেন,কমিউনিটি ক্লিনিক উপজেলা সংঘটনের সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসাইন,সহ-সভাপতি নরোত্তম পাল,যীশু রায়,সাধারন সম্পাদক মোহাম্মদ তৌহিদুল হাসান,সাংগঠানিক সম্পাদক মোহাম্মদ সামাদুল হাসান,কোষাধ্যক্ষ মোহাম্মদ শুকুর আলী,সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ আওয়াল,প্রচার সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ,সদস্য সামছুন্নাহার,ছাবেদা আক্তার,হেপী আর্চায্য ফারহানা ইয়াছমিন,আইরিন আক্তর প্রমুখ।

    এসময় তারা জানান,আমরা আমাদের রাজস্ব করনের দাবীতে আজ ঐক্যবদ্ধ হয়ে অবস্থান কর্ম সূচি পালন করছি কেন্দ্রীয় কর্ম সুচির অংশ হিসাবে। দাবী না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় নেতৃবৃন্ধের নির্দেশিত সকল কার্যক্রম আমরা পালন করব। আমরা উপজেলার প্রতিটি কমিউনিটি ক্লিনিকেই হতদরিদ্র গ্রামীন জনগোষ্টির বিপদের বন্ধু ও সাহায্যকারী হিসাবে সব সময় পাশে আছি।

    আমাদের কাজের সাফল্যের কারনে ২০১৩সালে তৎকালিন স্বাস্থ্য মন্ত্রী রাজস্ব খাতে নেবার নিদের্শ দেন। এর পরেও সি,এইচ,সি,পিদের বিষয়ে কোন কার্যকর প্রদক্ষেপ নেওয়া হয় নি আজও। আমাদের ন্যায দাবী মেনে নেবার দাবী জানাই।