তাহিরপুরে সাড়ে ৪হাজার কৃষকের মাঝে হাইব্রিড বীজ ও সার বিতরণ

0
463
তাহিরপুরে সাড়ে ৪হাজার কৃষকের মাঝে হাইব্রিড বীজ ও সার বিতরণ

জাহাঙ্গীর আলম ভূঁইয়া,নিজস্ব প্রতিবেদক,সুনামগঞ্জঃ সুনামগঞ্জের তাহিরপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড ও উফসী জাতের ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে বীজ ও  সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ১৮ নভেম্বর বিকেল চারটায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব বিতরণ করা হয়।

বিতরন পুর্ব অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল প্রধান অতিথির বক্তব্যে রাখেন। বিশেষ অতিথি ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রায়হান কবির।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসান উদ দৌলার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু মোঃ সালেহ উদ্দিন, উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানসেন তালুকদার তুষার, সাংবাদিক রাজন চন্দ প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাসান উদ দৌলা জানান, কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ১৬শ কৃষককে উফসি বীজ জনপ্রতি ৫ কেজি বীজ ১০কেজি ডিএপি,এমওপি ১০কেজি সার জনপ্রতি ও হাইব্রিড বীজ ৩ হাজার কৃষককে জন প্রতি ২কেজি বীজ বিতরণ করা হয়েছে।