তাহিরপুরে যুবলীগ সভাপতির উপর হামলার ঘটনা ভিন্ন

    0
    310

    খাতে নিতে বিরোধী পক্ষের মানববন্ধন করার অভিযোগ  

     
    সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বালিজুরী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দ্বীন মোহাম্মদের নেতৃত্বে বালিজুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়া উদ্দিনের উপর অতর্কিত হামলার ঘটনা ভিন্ন খাতে নিতে বিরুদী পক্ষের লোকজন পাল্টা মানববন্ধন করেছে বলে অভিযোগ উঠেছে।
    সোমবার(১৬ মার্চ)সকালে যুবলীগ সভাপতি জিয়া উদ্দিনের উপর হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আনোয়ারপুর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাবুল মেম্বারের নেতৃত্বে ইউনিয়ন আওয়ামীলীগ,ছাত্রলীগের নেতাকর্মীরা।
    এর পূর্বে আহত যুবলীগ সভাপতির ছোট ভাই বিল্লাল মিয়া বাদী হয়ে রোববার (১৫মার্চ) রাতে তাহিরপুর থানায় ইউনিয়ন ছাত্রদল সভাপতিসহ ১১জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
    এর পর পরেই এলাকায় দু-গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিলে বাজারের ব্যবসায়ীরা  আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে দেয়।
    খবর পেয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সবাই কে দোকান খোলা রেখে ব্যবসা করতে বললে দোকান খোলা হয়।
    এর পর দুপুরে আনোয়ারপুর বাজারে সন্ত্রাসী মহড়ার দেয়ার অভিযোগ তুলে বিরুধীরা মানববন্ধন কর্মসুচি পালন করেছে।
    আনোয়ারপুর বাজার বণিক সমিতির সভাপতি ফয়সাল আহমেদ বলেন,আমি ঘটনাটি তাহিরপুর থানায় অবগত করলে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এসে বাজারের দোকানপাট খুলে দেন।
    অভিযুক্ত স্থানীয় ইউপি সদস্য বাবুল মেম্বার জানান,গতরাতে( রবিবার)একটি সন্ত্রাসী বাহিনী বালিজুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়া উদ্দিনকে মারধর করে গুরুতর আহত করে। বর্তমানে সে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার প্রতিবাদে আমরা একটি প্রতিবাদ মিছিল নিয়ে বাজারে যাই। এই মিছিলকেই বিরুদীরা সন্ত্রাসী মহড়া বলছে।
    তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান বলেন, এরকম ঘটনার খবর পেয়ে আনোয়ারপুর বাজারে গিয়ে ব্যবসায়ীদের দোকানপাট খুলে দেয়া হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
    উল্লেখ্য,রবিবার (১৫,০৩,২০২০)সন্ধ্যার পর বালিজুরি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন বাড়ি যাওয়ার পথে দক্ষিণকুল গ্রামের স্কুলের সম্মুখে পরিকল্পিতভাবে হামলা চালায় ইউনিয়ন ছাত্রদল সভাপতি দ্বীল
    মোহাম্মদ,জাকারিয়া,কিবরিয়া,তৌফিক,বাদশা,জুয়েল,সুহেল,আলম ও আতাউর দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে মাটিতে ফেলে রেখে যায়।
    পরে পথচারীরা জিয়া উদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। আহত জিয়া উদ্দিন সুনামগঞ্জ সদর হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
    এঘটনায় ঐ এলাকায় উত্তেজনা বিরাজ করলে সকাল থেকেই তাহিরপুর থানা পুলিশের একটি চৌকস দল আনোয়ারপুর বাজারে অবস্থান করছে।