তাহিরপুরে মদ খাওয়া নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫

    2
    492

    আমারসিলেট24ডটকম,০২জুন,মোজাম্মেল আলম ভূঁইয়াঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে মদ খাওয়া নিয়ে কয়েক দফা সংঘর্ষের ঘটনায় মহিলাসহ ১৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় নূর কুসুম (২৮), নজরুল ইসলাম (২২),অজিত মিয়া (২৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা জানায়,গতকাল রোববার রাত ১০টায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের সুজাফর মিয়া ও আশিক নূরের মধ্যে মদ খাওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। তারই জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ২ঘন্টাব্যাপী কয়েক দফায় সংঘর্ষের ঘটনায় মহিলাসহ উভয়পক্ষের ১৫জন আহত হয়। এঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক বালিয়াঘাট ও দুধের আউটা গ্রামের একাধিক লোকজন জানান,বিজিবি সোর্স পরিচয় দিয়ে সীমান্ত চোরাচালানী জিয়াউর রহমান জিয়া ও শহিদ মিয়া এলাকায় অপেন ভারতীয় মদের ব্যবসা করছে। যার ফলে প্রতিদিন মদ খাওয়া ও বিক্রি করা নিয়ে এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এব্যাপারে তাহিরপুর থানার ওসি আনিসুর রহমান খাঁন বলেন-লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।