তাহিরপুরে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন পরিকল্পনা সভা

    0
    248
    তাহিরপুর (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ১১ই জানুয়ারি  ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরন ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা
    হল রুমে সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাঃ ইকবাল হোসেনের সভাপতির বক্তব্য রাখেন।এছাড়াও সহ স্বাস্থ্য পরিদর্শক বিকাশ রঞ্জনের পরিচালায় বক্তব্য রাখেন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান,পরিবার পরিকল্পনা কর্মকতা জসিম উদ্দিন,উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,সহ সভাপতি বাবরুল হাসান বাবলু,স্বাস্থ্য পরিদর্শক এ কে এম রফিকুল ইসলাম, প্রধান সহকারী তৈয়াবুর রহমান,
    ঢাকা এহছানিয়া মিশনের প্রতিনিধি নাজমুন নাহার,ওয়াল্ড ভিশনের মিল্লাদ,ইরা দেবেশ চন্দ্র তালুকদার,এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মাঠ কর্মী ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলে।
    এসময় বক্তাগন ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ১১জানুয়ারি উপজেলায় কি ভাবে সঠিক ভাবে সফল করা যায় সে বিষয়ে বিভিন্ন দিক নিদের্শনা দেওয়া হয় মাঠ কর্মীদের। এই সময় যে কোন প্রতিবন্ধকতা প্রতিরোধ করে সকল শিশুকে ভিটামিন-এ প্লাস খাওয়ানোর জন্য প্রতিটি মাঠ কর্মীরা নিজ নিজ এলাকা বাসষ্টেন্ড,নৌকা,ফেড়িঘাটে যেন শিশুদের বাবা-মায়েদের বুঝিয়ে ভিটামিন-এপ্লাস খেলে কোন সমস্যা হবে না সে বিষয়ে কাজ করার আহবান জানানো হয়।