তাহিরপুরে পাকিস্তানী হানাদার মুক্ত দিবস পালিত

    0
    413

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪ডিসেম্বর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পাকিস্তানী হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ৪ঠা ডিসেম্ভর এই দিনে পাক হানাদার বাহিনী তাহিরপুরের মুক্তিযোদ্ধাদের সঙ্গে সম্মূখ যুদ্ধে পরাজিত হয়ে সাচনা বাজারের দিকে পালিয়ে যায়। সোমবার দিবসটি উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে স্থানীয় শহীদ মিনারে পুস্প স্থবক অর্পন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।

    র‌্যালী শেষে দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব’র সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকনের স ালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ-১আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান,সাবেক সভাপতি হাজী আব্দুছ ছোবাহান আখঞ্জি,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল মোনেন,মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগসহ সভাপতি আলী মর্তূজা,সাধারন সম্পাদক অমল কান্তি কর,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম,রৌজ আলী,হাজী মুজাহিদ উদ্দিন আহমদ,বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়,আ,লীগ নেতা ও বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন,উপজেলা আ,লীগের কৃষি বিষয়ক সম্পাদক খেলু মিয়া,উত্তর বড়দল ইউনিয়ন আ,লীগের সভাপতি জামাল উদ্দিন,উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগ ও বাদাঘাট বাজার সমিতির সভাপতি মাসুক মিয়া,কৃষকলীগ নেতা খসরু ওয়াহিদ চৌধুরী,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের হোসাইন শরীফ বিপ্লব প্রমূখ।