তাবলীগ জামাতের মাধ্যমে করোনা ছড়ানোর অপরাধে মামলা

    0
    214

    ভারতের রাজধানী দিল্লির নিজামুদ্দিন এলাকায় তাবলিগ জামাতের এক কর্মসূচি থেকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় প্রশাসনিক মহলে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। দিল্লি সরকার সংশ্লিষ্ট এলাকার তাবলিগ জামাতের নেতৃত্ব দেওয়া এক মাওলানার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে। করোনা সংক্রমণের আশঙ্কায় ওই এলাকাকে সিল করে দেওয়া হয়েছে।

    দক্ষিণ দিল্লির ওই ঘনবসতিপূর্ণ এলাকার প্রায় দু’হাজার জন কোয়ারেন্টাইনে রয়েছেন। এলাকায় পুলিশের টহলদারি ছাড়াও ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে, যাতে লকডাউনের বিধিনিষেধ সবাই মেনে চলেন।

    দিল্লি প্রশাসন সূত্রে খবর, চলতি মাসের মাঝামাঝি দিল্লির বাংলাওয়ালি মসজিদে ওই ধর্মীয় অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ জমায়েত হয়েছিলেন। স্থানীয় বাসিন্দারা ছাড়াও এতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব এবং কিরঘিজস্তানের নাগরিকেরা আমন্ত্রিত ছিলেন।

    করোনা সংক্রমণ হয়েছে কিনা তা নিশ্চিত করতে দিল্লির নিজামুদ্দিন এলাকার ১৭৫ জনের লালা-রস পরীক্ষা হচ্ছে। দেশে এই প্রথম এত জন করোনা-সন্দেহভাজনদের একসঙ্গে নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে। এদের অনেকে করোনা আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে প্রশাসনের আশঙ্কা।

    এদিকে, তেলেঙ্গানায় করোনাভাইরাসে আক্রান্ত ৬ জনের মৃত্যু হয়েছে যারা দিল্লির তাবলিগ জামাতের অনুষ্ঠানে ছিলেন।

    অন্যদিকে, আন্দামানে ১০ করোনা আক্রান্তের মধ্যে ৯ জনই দিল্লির ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আক্রান্ত দশ জনের মধ্যে এক নারীও আছেন যার স্বামী দিল্লিতে তাবলিগ জামাতের ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।পার্সটুডে