তাবলিগ জমায়েতের ওজুহাতে পিছিয়ে গেল এসএসসিসহ সমমানের পরীক্ষা

    0
    223

     “ঢাকার টঙ্গিতে ভারতীয় ইলিয়াছ মেওয়াটির স্বপ্নে প্রাপ্ত ছয় উসুলি তাবলিগ জমায়েতের (ইজতেমার) ওজুহাতে নয় দিন পিছিয়ে গেল এসএসসিসহ সমমানের পরীক্ষা গুলো” 

    আমারসিলেট24ডটকম,২৯নভেম্বরঃ আসন্ন এসএসসি ও সমমানে আবশ্যিক বিষয়ের পরীক্ষা চলবে ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৬ মার্চ থেকে।শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানান, গত বুধবার এই পরীক্ষাসূচি অনুমোদন করা হয়েছে।

    গত কয়েক বছর ফেব্রুয়ারির শুরুতেই এসএসসি পরীক্ষা শুরু হলেও এবার বিশ্ব ইজতেমার(টঙ্গিতে ইলিয়াছী তাবলিগিদের জমায়েত) কারণে কয়েক দিন পিছিয়ে দেয়া হয়েছে।

    উল্লেখ্য,আগামী ২৪ জানুয়ারি টঙ্গিতে ইলিয়াছী তাবলিগিদের জমায়েতের প্রথম দফার ইজতেমা শুরু হয়ে শেষ হবে ২৬ জানুয়ারি। এরপর চার দিন বিরতি দিয়ে ৩১ জানুয়ারি দ্বিতীয় দফায় তাবলিগিদের ইজতেমা আবার শুরু হবে, চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।