তসলিমার বিরুদ্ধে মামলা করলেন আলা হজরত দর্গার হাসান রেজা

    0
    247

    আমারসিলেট24ডটকম,০ডিসেম্বরঃ বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ভারতে একটি মামলা দায়ের করা হয়েছে। উত্তর প্রদেশ রাজ্যের বেরলভী  জেলার একজন মুসলমান ধর্মীয় নেতা এই মামলা দায়ের করেছেন বলে জানা যায়।
    গত বুধবার রাতে স্থানীয় কোতওয়ালী থানায় মামলাটি দায়ের করেন দর্গা-ই-আলা হজরত (রাঃ) এর খাদেম মাওলানা সুবহান রেজা খান সুবহানী মিয়ার সাজ্জাদানাশিন-এর ছেলে মাওলানা হাসান রেজা খান নুরি মিয়া।

    গত ৬ নভেম্বর তসলিমা নাসরিন ধর্মকে কটাক্ষ করে টুইটারে একটি টুইট করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে বলে জানা যায়।
    বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বিরুদ্ধে  মামলার অভিযোগে বলা হয়েছে, তসলিমা নাসরিন আলেমদের বিরুদ্ধে টুইটারে একটি বার্তা লেখেন, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
    তার আগের সন্ধ্যায় এক সভায় নুরি মিয়া বলেন, ধর্ম ও কোরআনের আলোকে একটি ফতোয়া দেয়া হয়েছে। তারা বলেন, তসলিমা নাসরিনের পাসপোর্ট বাজেয়াপ্ত করে তাকে গ্রেপ্তার করা উচিত।সুত্রঃ ইন্টারনেট,