তথ্য কমিশনকে আরো সক্রিয় হতে হবেঃরাষ্ট্রপতি

    0
    222

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭জুন,ডেস্ক নিউজঃ রাষ্ট্রপতি আলহাজ্জ মো. আবদুল হামিদ বলেন, তথ্য পাওয়া জনগণের মৌলিক অধিকার। জনগণ যাতে তাদের চাহিদা অনুযায়ী তথ্য পেতে পারে, এ জন্য তথ্য কমিশনকে আরো সক্রিয় হতে হবে।

    বুধবার বিকেলে প্রধান তথ্য কমিশনার মোরতুজা আহমেদের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর কালে রাষ্ট্রপতি এ কথা বলেন।

    প্রতিবেদনটি হস্তান্তরের পর রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের ব্রিফ করার সময় জানান, তৃণমূল পর্যায়ের জনগণ, তাদের প্রতিনিধি কর্মকর্তা ও কর্মচারিদের সম্পৃক্ত করে কমিশনের সচেতনতামূলক প্রচারণা কর্মসূচিসহ বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

    রাষ্ট্রপতি বলেন, “তথ্য অধিকার আইন কার্যকর করতে হলে সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে হবে।”

    বার্ষিক প্রতিবেদন হস্তান্তর কালে তথ্য কমিশনের প্রতিনিধিদের মধ্যে, নেপাল চন্দ্র সরকার এবং সুরাইয়া বেগম, কমিশনের সচিব মুহিবুল হোসেন উপস্থিত ছিলেন।