ঢাকা মহানগর ও জেলায় হরতাল প্রত্যাহার

    0
    441

    ঢাকা, ২৪ এপ্রিল : সাভারে বহুতল ভবন ধসের ঘটনায় উদ্ধার তৎপরতা নির্বিঘœ করা এবং আহতদের দ্রুত চিকিৎসা দিতে ঢাকা জেলা ও ঢাকা মহানগর এলাকায় হরতাল প্রত্যাহার করেছে ১৮ দলীয় জোট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে আজ দুপুর সোয়া দু’টার পর দলটির স্থায়ী কমিটি সদস্য এমকে আনোয়ার হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির ড. আব্দুল মঈন খান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। এ সময় এমকে আনোয়ার বলেন, সাভারে উদ্ধার তৎপরতা এবং আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা নির্বিঘœ করার লক্ষ্যে ঢাকা মহানগর ও পুরো জেলায় হরতাল প্রত্যাহার করা হয়েছে।
    এর আগে ভবন ধসের খবর ছড়িয়ে পড়ার পর সকালে সাভার এলাকায় হরতাল শিথিল করার ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ট শামসুজ্জামান দুদু। তখন নিহতদের জন্য শোকও প্রকাশ করেন খালেদা জিয়া। পরে খালেদা জিয়ার নির্দেশে আরো ক’জন সিনিয়র নেতা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হন। সকাল ৯টার দিকে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন নয়তলা ভবন রানা প্লাজা ধসে শেষ খবর পাওয়া পর্যন্ত ৮০  জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে সহস্রাধিক মানুষ। সেখানে এখনো উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা।