ডেসটিনি যে টাকা আত্মসাৎ করেছে তা ফেরত দেয়া হবে

    0
    388

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০২ ফেব্রুয়ারীস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের বিরুদ্ধে আত্মসাৎকৃত অর্থের পরিমাণ ১৪৪৮ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৯৫২ টাকা। সোমবার সংসদে সরকারি দলের সদস্য মোঃ ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটিসহ সমবায় অধিদপ্তরের অনুমোদিত ৩০টি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাধ্যমে সদস্যদের ও জনগণের অর্থ আত্মসাৎ করে সমবায় অঙ্গনের বদনাম করেছে।
    প্রতিমন্ত্রী বলেন, ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটিসহ যেসব মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি’র বিষয়ে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে দায়িত্বে অবহেলায় দায়ী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
    প্রতিমন্ত্রী বলেন, নওগাঁর পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি’র বিরুদ্ধে আনিত অভিযোগে আত্মসাৎকৃত অর্থের পরিমাণ ৭ কোটি ৬০ লাখ ৮৩ হাজার টাকা, চট্টগ্রামের ডাবলমুরিংয়ের গোসাইল ডাঙ্গা ফুটন্ত কলি বহুমুখী সমবায় সমিতির আত্মসাৎকৃত অর্থের পরিমাণ ৫ লাখ ৭০ হাজার ২৫১ টাকা, চট্টগ্রামের কোতোয়ালীর জাগ্রত মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির আত্মসাৎকৃত অর্থের পরিমাণ ১৮ লাখ ১০ হাজার টাকা, চট্টগ্রাম সংবাদপত্র হকার্স বহমুখী সমবায় সমিতির আত্মসাৎকৃত অর্থের পরিমাণ ৯৯ লাখ ৮৬ হাজার ১৪২ টাকা, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দোভাষী বাজার ব্যবসায়ী বহমুখী সমবায় সমিতির আত্মসাৎকৃত অর্থের পরিমাণ ৩ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা, চট্টগ্রামের চন্দনাইশ’র চামুদরিয়া মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির আত্মসাৎকৃত অর্থের পরিমাণ ১ লাখ ৪২ হাজার ৬৮৩ টাকা, চট্টগ্রামের মতলব দক্ষিণ রূপালী বহমুখী সমবায় সমিতির আত্মসাৎকৃত অর্থের পরিমাণ ৪০ লাখ ৪৫ হাজার টাকা, চাঁদপুর শাহরাস্তির যুব উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির আত্মসাৎকৃত অর্থের পরিমাণ ৮ লাখ ৯৭ হাজার টাকা, চাঁদপুুরের ফরিদগঞ্জ প্রদীপ বহুমুখী সমবায় সমিতির আত্মসাৎকৃত অর্থের পরিমাণ ১৫ লাখ ৭৯ হাজার টাকা, ব্রাহ্মণবাড়িয়ার ফারইস্ট ইসলামী সঞ্চয় ও ঋণদান কো-অপারেটি সোসাইটির আত্মসাৎকৃত অর্থের পরিমাণ ৫ কোটি ৮৪ লাখ ৮৫ হাজার ৪৬১ টাকা, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার অগ্রণী বহুমুখী সমবায় সমিতির আত্মসাৎকৃত অর্থের পরিমাণ ৫ লাখ ৭৪ লাখ ৪৩ হাজার ৯২৩ টাকা, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ম্যাক্সিম পাল্টিপারপাস কো-অপারেটিভ সমবায় সমিতি লিঃ-এর আত্মসাৎকৃত অর্থের পরিমাণ ১ কোটি ১ লাখ ২৬ হাজার ৯১ টাকা।

    অপরদিকে মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ডেসটিনি জনগণের যে টাকা আত্মসাৎ করেছে তা তাদের ফেরত দেয়া হবে। আজ সোমবার সংসদে কাজী ফিরোজ রশিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডেসটিনি সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। জনগণের আত্মসাৎকৃত টাকা কোথাও যায়নি, টাকা জনগণ ফেরত পাবে।
    প্রতিমন্ত্রী আরও বলেন, টাকা আত্মসাৎয়ের দায়ে ডেসটিনির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে। তাই বিষয়টি আইনের আওতায় রয়েছে। আইনের মাধ্যমেই তাদের বিচার হবে। তিনি বলেন, ডেসটিনির মাধ্যমে যাদের টাকা আত্মসাৎ হয়েছে তারা অবশ্যই সুষ্ঠু বিচার পাবেন। ডেসটিনির অনেক সম্পদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ডেসটিনি জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে সম্পদ করেছে।